ফের নির্বাচন কমিশনে জোড়াফুল: কেন্দ্রীয় সংস্থা দিয়ে প্রচারে ব্যাঘাত ঘটাচ্ছে বিজেপি

Written by SNS March 30, 2024 11:33 am

নিজস্ব প্রতিনিধি—  কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের প্রচার কার্যে ব্যাঘাত ঘটাতে চাইছে বিজেপি, দিল্লি থেকে এমনটাই দাবি করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা৷ ভোটের মুখে আদর্শ আচরণবিধি উপেক্ষা করে কেন্দ্রীয় সংস্থা লাগিয়ে তৃণমূলকে বিব্রত করছে বিজেপি, এই অভিযোগ নিয়ে ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে শুক্রবার বেলা ১.১৫ নাগাদ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল৷ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা৷

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাড়ি দেয় দিল্লি৷ ডেরেক ছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র শশী পাঁজা, দোলা সেন, সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ৷ নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী বলেন, তাঁদের চিঠি গ্রহণ করেছে কমিশন৷ আগামী সোমবার তা নিয়ে আলোচনা হবে৷ অর্থাৎ সোমবার তৃণমূলের প্রতিনিধিরা আবার কমিশনের দফতরে যাবেন৷ কেন্দ্রীয় সংস্থাগুলির কার্যকলাপ নিয়ে দিল্লি থেকেই সরব হয়েছেন শশী পাঁজা৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সর্বত্র এখন আদর্শ আচরণবিধি চলছে৷ এই সময়ে কোনও দলের কোনও অভিযোগ থাকলে কমিশনের দ্বারস্থ হতে হয়৷ আমাদের প্রার্থী মহুয়া মৈত্র, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কাউন্সিলর জুঁই বিশ্বাসদের বাডি়তে কেন্দ্রীয় সংস্থা হানা দিচ্ছে৷ প্রার্থী, মন্ত্রী, কাউন্সিলর কাউকে রেহাই দেওয়া হচ্ছে না৷ প্রার্থীকে বিব্রত করার অর্থ প্রচার আটকানো৷ শুধু ইডি, সিবিআই নয়, আয়কর দফতর, এনআইএ-র মতো সংস্থাও আমাদের নেতাদের বাডি়তে পৌঁছে যাচ্ছে৷ এই বিষয়টি আটকানোর ক্ষমতা আছে নির্বাচন কমিশনের কাছে৷ এরা প্রত্যেকেই বাংলায় আসছে কিন্ত্ত বিজেপিশাসিত রাজ্যে যাচ্ছে না৷’

এক্ষেত্রে উল্লেখ্য,  রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বোলপুরের বাডি়তে কিছু দিন আগে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি৷ তারপর ইডির তরফে মন্ত্রীকে ডাকা হলেও তিনিও হাজিরা দিতে যাননি৷ বৃহস্পতিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করেছিল ইডি৷ তিনিও প্রচারে ব্যস্ত থাকার দরুন হাজিরা দিতে পারেননি৷ রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং তাঁর স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের বাডি়তেও টানা ৭০ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর দফতর৷ এসব বিষয়কে কেন্দ্র করে বহুবার সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমণ করেছিল তৃণমূল৷ এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তাঁরা৷ যদিও সোমবার পুনরায় তাঁরা যাবেন দিল্লি৷ সেদিনই হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা৷