ভোটের আঁচ মালুমই হচ্ছে না শহর কলকাতায়

Written by SNS April 11, 2024 12:05 pm

নিজস্ব প্রতিনিধি — জেলায় জেলায় ভোটের দামামা বেজে গিয়েছে৷ কিন্ত্ত শহর কলকাতায় তার অাঁচ তেমন পড়েনি এখনও৷ একটা সময় মাধ্যমিক কিংবা উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় সাধারণত কঠিন পরীক্ষাগুলো সারা হয়ে যাওয়ার পরে সবচেয়ে সহজ পরীক্ষা সূচি শেষে রাখা হত৷ চব্বিশের ভোট যুদ্ধের ক্ষেত্রেও কি তেমনটাই ঘটছে এই রাজ্যে? বেশ কয়েক বছর ধরেই রাজ্যের ভোট পর্বের সূচনা হচ্ছে উত্তরবঙ্গকে দিয়ে৷ এবারও তার ব্যতিক্রম নয়৷ ইতিমধ্যেই আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হবে উত্তরবঙ্গের তিনটি জেলা — জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার৷ তার পরের দফাতে দার্জিলিং, দিনাজপুর, বালুরঘাট কেন্দ্রে লোকসভা ভোট রয়েছে৷ গত দুটি লোকসভা নির্বাচনের ফলাফল থেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বিজেপি তৃণমূলের তুলনায় ভালো ফল করেছে৷ ফলে বিজেপির কাছে পাখির চোখ হয়ে উঠেছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা৷ ইতিমধ্যেই উত্তরবঙ্গে বারকয়েক ঘুরে গেলেন বিজেপির হেভিওয়েট নেতারা৷ বুধবারই অমিত শাহ জনসভা করে গেলেন বালুরঘাটে৷ দ্বিতীয় দফার ভোটের প্রচারে৷

অন্যদিকে কৃষ্ণনগর থেকে তৃণমূলের লোকসভা ভোটের প্রচার শুরু করলেও সেদিনই উত্তরবঙ্গে আচমকা প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দিয়েছিলেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে প্রায় এক সপ্তাহ থেকে জনসংযোগের কাজটি সেরেছেন নেত্রী৷ এরপর তিনি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিকে ভোট প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটপর্বের ভরকেন্দ্র হয়ে রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা৷ উল্লেখ্য, উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও বেশ কিছু জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের আভাস মিলেছে৷ চব্বিশের লোকসভা নির্বাচনে সেখানে কে ভালো ফল করবে, তা নিয়েই রীতিমতো রুদ্ধশ্বাস অবস্থা উত্তরবঙ্গে৷ আগামী উনিশ এপ্রিল সেখানে টানটান উত্তেজনা থাকবে৷

কিন্ত্ত সেই উত্তেজনার ছিটেফোঁটাও মালুম হচ্ছে না কলকাতা শহর কিংবা শহরতলিতে৷ বিচ্ছিন্নভাবে দু’য়েক জায়গায় ভোটের দেওয়াল লিখন ছাড়া আর কোনওকিছুই চোখে পড়ছে না শহর কলকাতা বা শহরতলিতে৷ বুধবারও বরানগর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য সিপিআই (এম) দলের প্রার্থীর নাম ঘোষণা করা হল৷ শহর কলকাতা এবং শহরতলিতে বিজেপি এবং সিপিআই(এম) দলের সমস্ত প্রার্থীর নাম ঘোষণা হতে এখনও বাকি রয়েছে৷ ফলে শহর কলকাতায় এখনও ভোটের রাজনৈতিক উত্তাপ তেমন মালুম হচ্ছে না৷ যদিও প্রকৃতি তার উত্তাপ বাড়িয়েই চলেছে৷ কলকাতা এবং তৎসংলগ্ন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ভোটের তারিখ পয়লা জুন৷ তার আগে মে মাসে গরমের মধ্যেই প্রচার চালবে শহর ও শহরতলিতে৷ ততদিন পর্যন্ত কলকাতা আছে কলকাতাতেই৷