• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শুভেন্দুর বিরুদ্ধে ২৬ টি মামলার কেস ডায়েরি তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সেই সব মামলায় কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। এদিন শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে ২৬টি মামলার কেস ডায়েরি পেশ করতে বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত’র নির্দেশ, ‘আগামী ৮ অগাস্ট ওই সব মামলায়

মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সেই সব মামলায় কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। এদিন শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে ২৬টি মামলার কেস ডায়েরি পেশ করতে বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত’র নির্দেশ, ‘আগামী ৮ অগাস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে’।

এর পাশাপাশি নন্দীগ্রামের গেরুয়া বিধায়ক শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বহালই থাকছে।এর আগে ওই ২৬টি মামলায় রক্ষাকবচ দিয়েছিল আদালত। তখন হাইকোর্ট জানিয়েছিল, -‘আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না’। বৃহস্পতিবার অন্তর্বর্তী সেই নির্দেশও বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের কাছে বিরোধী দলনেতার নামে দায়ের হওয়া প্রতিটি মামলার কেস ডায়েরি তলব করলেন বিচারপতি।বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

Advertisement

আগামী ৮ অগস্টের মধ্যে পুলিশকে প্রতিটি মামলার কেস ডায়েরি আদালতে জমা করতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলিতে বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া ‘রক্ষাকবচ’ও বহাল রেখেছেন বিচারপতি সেনগুপ্ত। জানা গেছে, শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মোট ২৬টি অভিযোগ রয়েছে। এর মধ্যে আইন-শৃঙ্খলার প্রশ্নে পুলিশ যেমন কয়েকটি মামলা রুজু করেছে , তেমনই দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু মামলা-সহ বেশ কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের তরফেও বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।ওই মামলাগুলির পরুপ্রেক্ষিতেই ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা।

Advertisement

কলকাতা হাইকোর্টের কাছে তাঁর আর্জি , ‘দলবদলের পর থেকেই মিথ্যে মামলায় হয়রানি করা হচ্ছে। হয় মামলাগুলি খারিজ করে দেওয়া হোক নতুবা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক’। সে সময় প্রতিটি মামলায় বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজনৈতিক দলবদল করার পর থেকেই ‘ইচ্ছাকৃত’ ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, রাজ্য পুলিশের বিরুদ্ধে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মামলায় আগেই বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দিয়েছিল আদালত।এবারেও দিল কলকাতা হাইকোর্ট।আগামী ৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।

Advertisement