কেন্দ্রে জোট শরিকে ফাটল? তাও রাজ্য রাজনীতিতে সাপেনেউলে সম্পর্কে থাকা তেজস্বী যাদব ও নীতীশ কুমারে অবস্থান একই জায়গায় দাঁড়িয়ে। বিহারে এহেন রাজনৈতিক পেক্ষাপটে দুশ্চিন্তার বেড়াজালে বিজেপি নেতৃত্ব।
জাতির ভিত্তিতে জনগননার দাবিকে সামনে রেখে একমঞ্চে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিরােধী দলনেতা তেজস্বী যাদব। আগামী সােমবার প্রধানমন্ত্রীর দারস্থ হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী।
Advertisement
ওইদিন সকাল ১১ টায় ১০ জন সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে নীতীশ কুমারর জাতিগত গননার দাবি তুলবেন। ২০১১ সালের পর এইছর সারাদেশ জুড়ে জাতীগত জনগননা শুরু হবে। মারণ ভাইরাস করােনা আবহে তাতে বিলম্ব হচ্ছে।
Advertisement
এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার চাইছে শুধুমাত্র এসসি, এবং এসটি থাকবে। ওবিসি থাকবেনা। এই ধরনের বিভেদ চাইছে বিহার।
তাই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন- ‘কেন্দ্র তাদের জাতিগত ভিক্তিতে জনগননার ব্যবস্থা না করলে বিহার নিজের মত কাজ করবে। জাতিগত সুবিধাগুলি সংশ্লিষ্ট জাতির মানুষ প্রাপ্য বলে মনে করে বিহারের রাজনৈতিক মহল।
Advertisement



