জামাইবাবু পদ্ম-প্রার্থী, তিনি তৃণমূলের বিধায়ক, ধর্মসঙ্কটে তাপস

Written by SNS April 11, 2024 11:53 am

নিজস্ব প্রতিনিধি– আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে বিজেপি বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াকে টিকিট দিয়েছে৷ বিজেপির ওই ঘোষণার পর পরই ধর্মসঙ্কটে পডে়ছেন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়৷ কেননা, সুরেন্দ্র সম্পর্কে তাপসের জামাইবাবু হন৷ প্রার্থিতালিকা ঘোষণার পর পরই আসানসোলের ভূমিপুত্র সুরেন্দ্র জানিয়েছেন, বৃহস্পতিবারেই তিনি আসানসোল পৌঁছবেন৷ রাজনৈতিক মহলের কৌতূহল, জামাইবাবু ভোটপ্রচারে নামলে শ্যালক তাপসের ভূমিকা কী হয়, তা নিয়ে৷

তাপসের দিদি মনিকা সুরেন্দ্রর স্ত্রী৷ তাপস-সুরেন্দ্র বিপরীত রাজনৈতিক দলের সদস্য হলেও, তাঁদের ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব পডে়নি৷ ২০২০ সালে তাপসের ছেলের বিয়ে হয়৷ শ্যালক যাতে রাজনৈতিক ভাবে কোনও সমস্যায় না পডে়ন, সে কথা মাথায় রেখেই সুরেন্দ্র-মনিকা দু’জনেই বিয়ের অনুষ্ঠানে যোগ দেননি৷ এ হেন শীতল সম্পর্ক কি ভোটযুদ্ধের কারণে ‘উষ্ণ’ হতে পারে? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ তাপস জানাচ্ছেন, জামাইবাবু প্রতিপক্ষ হলেও তার প্রভাব ব্যক্তিজীবনে পড়বে না৷

পাশাপাশি, ব্যক্তি জীবনের প্রভাব পড়বে না রাজনীতিতেও৷ তাঁর কথায়, ‘‘আমি তো ধর্মসঙ্কটে৷ তবে আমি তৃণমূলের সৈনিক৷ যুদ্ধক্ষেত্রে কোনও আত্মীয়তা রাখা উচিত নয়৷ রাখবও না৷ থাকবে শুধু প্রতিপক্ষের সঙ্গে আমাদের লড়াই৷ আমার সঙ্গে জামাইবাবুর সম্পর্ক কোনও দিন খারাপ হয়নি৷ হবেও না৷ কারণ আমরা দু’জনেই রাজনীতি করে বড় হয়েছি৷’’ আরও সংযোজন, ‘‘আজ পর্যন্ত জামাইবাবু আমাকে কখনওই তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিতে বলেননি৷ বলেছেন, যে রাজনৈতিক দলই করবে, নিষ্ঠার সঙ্গে করবে৷ তাঁর বলা কথাই আমি মেনে চলার চেষ্টা করি৷ নির্বাচনী যুদ্ধে তিনি প্রতিপক্ষ হলেও ব্যক্তি সম্পর্কে তাঁর কোনও প্রভাব পড়বে না৷’’ তাপসের দাবি, গত ১০ মার্চ ব্রিগেড সমাবেশে আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসাবে শত্রুঘ্ন সিন্হার নাম ঘোষণার পর থেকে তিনি তাঁর জন্যই ভোটপ্রচার করছেন৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই চলছেন তিনি৷ প্রসঙ্গত, আসানসোল লোকসভা অধীন তাপসের বিধানসভা রানিগঞ্জ৷

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ হলে দেখা যায়, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে টিকিট পাননি সুরেন্দ্র৷ তাঁর বদলে ওই আসনে প্রার্থী করা হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে৷ আবার প্রথম তালিকায় দেখা গিয়েছিল আসানসোলে প্রার্থী হয়েছেন ভোজপুরি গায়ক-নায়ক পবন সিংহ৷ কিন্ত্ত তাঁর প্রার্থিপদ নিয়ে তৃণমূল প্রশ্ন তুললে সরে দাঁড়ান পবন৷ বৃহস্পতিবার আসানসোল কেন্দ্রে সুরেন্দ্রর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি৷
এদিকে, ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও প্রার্থী দিতে পারেনি পদ্মশিবির৷