• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গুরুংয়ের নামে হুমকি তােলা আদায়

গোর্খা জনমুক্তি মাের্চার সভাপতি বিমল গুরুংয়ের নাম করে লক্ষ লক্ষ টাকা তােলা আদায়ের অভিযােগে শিলিগুড়িতে পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে।

বিমল গুরুং (File Photo: IANS)

গোর্খা জনমুক্তি মাের্চার সভাপতি বিমল গুরুংয়ের নাম করে লক্ষ লক্ষ টাকা তােলা আদায়ের অভিযােগে শিলিগুড়িতে পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। অভিযুক্তদের একজন দীপেশ ত্রিখাটরি, অপরজন তারা পরিয়ার। দুজনেরই বাড়ি কালিম্পং।

অভিযােগ, এরা শিলিগুড়ি দাগাপুরে একটি বেসরকারি কলেজে কিছু দিন আগে বিমল গুরুংয়ের দল চাঙ্গা করতে হবে বলে টাকা দাবি করে। সেই কলেজ থেকে এক লক্ষ টাকা দেওয়া হয়।

Advertisement

এরপর আবার টাকা দাবি করা হলে সেই কলেজ থেকে পুলিশে লিখিত অভিযােগ পেশ করা হয়। তারপর গ্রেপ্তার করা হয় ওই দুজনকে। এরআগে ২০১৮ সালে বিনয় তামাংয়ের নাম করে তােলা আদায়র অভিযােগ উঠেছিলাে দীপেশের বিরুদ্ধে।

Advertisement

Advertisement