ভোটারদের মঙ্গলকামনায় কালীঘাটে পুজো রাজ্যপালের

Written by SNS April 20, 2024 2:22 pm

নিজস্ব প্রতিনিধি— দেশের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ৷ এ রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পাশাপাশি গোটা দেশেই চলল ভোট গ্রহণ৷ দেশের মোট ১০২টি লোকসভা কেন্দ্রে এদিন ছিল ভোট গ্রহণ৷ অন্যদিকে প্রথম দফার ভোট গ্রহণ শুরুর আগেই কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে যাতে সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে অংশ নিতে পারেন সেই কারণেই এদিন সকালে রাজভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাট মন্দিরে পেঁৗছে যান রাজ্যপাল৷ পুজো সেরে আবার ফিরে আসেন রাজভবনে৷ সারাদিন রাজ্যের ভোট গ্রহণের উপরে নজরদারি চালালেন তিনি৷
প্রসঙ্গত, প্রথম দফার নির্বাচনে কোচবিহারে থাকতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তবে তাতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল৷ অবশেষে কোচবিহার সফর বাতিল করেন রাজ্যপাল৷ এ বিষয়ে শুক্রবার সকালে তিনি বলেন, ‘‘সংবিধান অনুযায়ী রাজ্যপালের গতিবিধির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে না৷ তবে রাজভবনকে ঘিরে রাজনীতিকরণের কারণে সফর বাতিল করলাম৷ আমি সারাদিন পিস রুমে বসেই ভোটের উপরে নজর রাখব’’৷ একই সঙ্গে কোনও অভিযোগ পেলে তা নির্বাচন কমিশনের কাছে জানানোর কথাও বলেন রাজ্যপাল৷ তাঁর আরও সংযে.াজন, ‘‘রাজ্যপাল হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব৷ শান্তিপূর্ণ ভোট কারনো কমিশনের কাজ’’৷ রাজ্যপালকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল৷ এদিন রাজ্যপালের ভূমিকার সমালোচনা করে কুণাল ঘোষ বলেন,‘‘আইনশৃঙ্খলা রক্ষা এখন কমিশনের হাতে৷ সেখানে রাজ্যপালের কোনও ভূমিকাই নেই৷ তিনি রাজভবন থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন’’৷ পাশাপশি ভোটে ‘পিস রুম’র নামে তৃণমূল বিরোধী মঞ্চ চালানোর অভিযোগও করেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ৷

যদিও এদিন সকালে উত্তরবঙ্গ থেকে দফায় দফায় সামনে এসেছে অশান্তির অভিযোগ৷ প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পরে সকলের নজর ছিল শীতলকুচির দিকে৷ কিন্ত্ত এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তিতে ফের উত্তপ্ত হয়ে ওঠে সেই শীতলকুচিই৷ পাশাপশি সামনে এসেছে ইচ্ছে করে ইভিএম নষ্ট করে দেওয়ার মাতো অভিযোগও৷