সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: সবজির দাম বাড়ার পর তা নিয়ন্ত্রণে লাগাতার প্রচার চালাচ্ছে রাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় আজ বাংলা থেকে অন্য রাজ্যে যাওয়া আলুর ট্রাকগুলিকে আটকে দিল রাজ্যের প্রশাসন। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পেরিয়ে যাওয়ার সময় সেই ট্রাকগুলিকে থামিয়ে দেওয়া হয়। সমস্ত আলুর ট্রাক পুলিশ থামিয়ে দেয়। যেখান থেকে তারা আলু লোড করেছিল, সেখানেই ফিরে যাওয়ার নির্দেশ দিল পুলিশ।
এ বিষয়ে কয়েকজন ট্রাক চালকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, আলু, কাঁচামাল হওয়ায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। বৃষ্টির কথা মাথায় রেখে তা ত্রিপল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এমন অবস্থায় এইসব আলু নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ, আলু পচে গেলে তার দায় ট্রান্সপোর্টারের ঘাড়ে বর্তাবে। তিনি বলেন, যাঁদের কাছ থেকে অর্ডার পেয়েছেন, তাঁদের তিনি জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে এভাবে আলুর ট্রাক বন্ধ করে দেওয়ায় তাঁরা ব্যাপক সমস্যায় পড়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



