টিকিট বিক্রির ক্ষোভে বিরোধী জোটে এনডিএ’র হেভিওয়েট ২২ নেতা, বিপাকে চিরাগ পাসওয়ান

Written by SNS April 5, 2024 1:06 pm

পাটনা, ৪ এপ্রিল– লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরপরই দলত্যাগীদের সংখ্যা রীতিমতো অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছিল ইন্ডিয়া জোটকে৷ তবে বিহারের রাজনীতির এই খবর কিছুটা হলেও স্বস্তি দিল ইন্ডিয়া জোটকে৷ লোক জনশক্তি পার্টির ২২ নেতার একসঙ্গে দল ছাড়া এবং ইন্ডিয়া জোটকে সমর্থনের ঘোষণায় শুধু চিরাগ পাসওয়ান নয় বিপাকে ফেলে দিয়েছে এনডিএ শিবিরকেও৷

বহিরাগতদের জন্য টিকিট বিক্রি করা হয়েছে৷ এই ক্ষোভে চিরাগ পাসওয়ানের দল ছাড়লেন ২২ নেতা৷ তাঁদের সাফ দাবি, এবার ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন৷ যারফলে বিপাকে এনডিএ৷ বুধবার একসঙ্গে দল ছাড়েন লোক জনশক্তি পার্টির ২২ নেতা৷ দলত্যাগী নেতাদের মধ্যে রয়েছেন হেভিওটেরাও৷ উল্লেখ্য, বিহার থেকে প্রচুর আসন পেতে চিরাগকে ধরে রাখার পথে হেঁটেছিল এনডিএ৷ কিন্ত্ত লোকসভা নির্বাচনের ঠিক আগেই চিরাগের দলে ভাঙন৷ প্রাক্তন মন্ত্রী রেণু কুশওয়াহা থেকে শুরু করে দলের প্রাক্তন জাতীয় সম্পাদক সতীশ কুমার, রাজ্য মন্ত্রী রবীন্দ্র সিং, অজয় কুশওয়াহা, সঞ্জয় সিং, রাজেশ দাঙ্গি সকলেই দল ছাড়েন বুধবার৷ সবমিলিয়ে ২২ জন নেতা-নেত্রী এদিন চিরাগের দল ছেড়ে বেরিয়ে আসেন৷ সকলেরই অভিযোগ, লোকসভা নির্বাচনের টিকিট বন্টনে সমস্যা রয়েছে৷ টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে প্রার্থীদের৷

উল্লেখ্য, বিহারের ৪০টি আসনের মধ্যে ৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে চিরাগের লোক জনশক্তি পার্টি৷ এই আসনগুলি হল বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগারিয়া ও জামুই৷ বিহারে ৭ দফায় নির্বাচন হতে চলেছে৷ ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ পর্ব৷ দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোট ৭ মে, চতুর্থ দফার ভোট ১৩ মে, পঞ্চম দফার ভোট ২০ মে, ষষ্ঠ দফার ভোট ২৫ মে এবং সপ্তম দফার ভোট ১ জুন৷ ভোটের ফলপ্রকাশ হবে ৪ জুন৷

দল ছাড়ার পরে ক্ষুব্ধ প্রাক্তন মন্ত্রী রেণু বলেন, ‘বাইরের লোককে টিকিট না দিয়ে দলীয় কর্মীদের প্রার্থী করা উচিত ছিল৷ বহিরাগতদের টিকিট দিয়ে প্রমাণ করা হল যে দলে নির্বাচন জেতার মতো লোক নেই৷ আমরা কি কেবল শ্রমিক শ্রেণি যারা কেবল নেতা তৈরি করব? দলের শ্রমিক হিসাবে তো আমরা কাজ করতে আসিনি৷’ আরেক দলত্যাগী নেতা রবীন্দ্র সিং বলেন, ‘আমাদের কঠোর পরিশ্রমের ফলেই বিহারে পাঁচটি আসনে লড়ার সুযোগ পেয়েছেন চিরাগ৷ কিন্ত্ত পাঁচটি আসনের টিকিট তিনি বিক্রি করে দিলেন৷’

বিদ্রোহীদের সাফ কথা, এনডিএ নয় এবার ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন তাঁরা৷ সতীশ কুমারের কথায়, চিরাগ পাসওয়ানের হাত ধরে নতুন বিহার তৈরির স্বপ্ন দেখেছিলেন বিহারবাসী৷ কিন্ত্ত প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তাঁদের স্বপ্ন ভেঙে গেল৷ এখন দেশকে বাঁচাতে পারে ইন্ডিয়া জোটই৷ তাই এখন বিরোধী জোটকেই সমর্থন করবেন ২২ নেতা৷ তবে কোনও দলে যোগ দেবেন কিনা তা জানা যায়নি৷