• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

মুখ খুলেই রণমূর্তি মায়াবতীর,যোগী প্রসঙ্গে তোপ কমিশনকে

বিএসপি নেত্রীর বক্তব্য,নির্বাচন কমিশন যদি বিজেপি  বা দলীয় কর্মীদের প্রতি এরকম একপেশে মনোভাব নিয়ে চলে তাহলে নিরপেক্ষ বা স্বাধীনভাবে ভোট প্রক্রিয়া হওয়া অসম্ভব

যোগী ও মায়াবতী(ছবি-IANS)

নিষেধাজ্ঞা উঠতেই ফের একবার চেনা ভঙ্গিমায় গেরুয়া শিবিরকে একহাত নিলেন বিএসপি নেত্রী।পাশাপাশি নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।মায়াবতী যোগী আদিত্যনাথের মন্দির পরিদর্শন নিয়ে প্রশ্ন করলেন নির্বাচন কমিশনকে।তাঁর প্রশ্ন যোগীর ওপর কমিশন এত সহায় কেন?

বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মাঝে ট্যুইটারে সরব হয়েছেন মায়াবতী।তিনি বলেন, যোগী মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন।যাতে নির্বাচনী ফায়দা তুলতে পারেন।কিন্তু আমার প্রশ্ন,নির্বাচন কমিশন তাঁর ওপর এত সদয় কেন?যোগী নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন।দলিতদের ঘরে গিয়ে খাবার খেয়ে এসেছেন।সবকিছু নির্বাচনী ফায়দা তোলার জন্য তিনি নাটক করে বেরিয়েছেন।এত কিছু হওয়া সত্বেও নির্বাচন কমিশন চুপ করে রয়েছে।

বিএসপি নেত্রীর আরও বক্তব্য,নির্বাচন কমিশন যদি এভাবেই বিজেপি  বা দলীয় কর্মীদের প্রতি এরকম একপেশে মনোভাব নিয়ে চলে তাহলে নিরপেক্ষ বা স্বাধীনভাবে ভোট প্রক্রিয়া হওয়া অসম্ভব।উল্লেখ্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় যোগি আদিত্যনাথ এবং মায়াবতীর ওপর ৪৮ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।মায়বতী গত ৭এপ্রিল সাহারানপুরে দেওবন্দের এক জনসভায় যোগি ভারতীয় সেনাবাহিনীকে মোদি বাহিনী বলে উল্লেখ ক্রেছিলেন।এরপরেই নির্বাচন কমিশনের নজরে আসেন তাঁরা।