মনােহর লাল খাট্টর সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: শিবসেনা

পুলিশি লাঠি চার্জের ঘটনার কঠোর সমালােচনা করে শিবসেনার তরফে বলা হয়,কৃষকদের ওপর যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে,যার একমাত্র ব্যাখ্যা দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ।

Written by SNS Karnal | August 31, 2021 8:37 pm

মনােহর লাল খাট্টর (Photo: IANS)

কারনালে কৃষকদের ওপর পুলিশি লাঠি চার্জের ঘটনার কঠোর সমালােচনা করে শিবসেনার তরফে বলা হয়, কৃষকদের ওপর যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, যার একমাত্র ব্যাখ্যা হতে পারে দ্বিতীয় জালিয়ান ওয়ালাবাগ।

গত শনিবার কারনালে ভারতীয় জনতা পার্টির মিটিংয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়ায় হরিয়ানার কৃষকদের মাথায় পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছেন। দলীয় সভায় মুখ্যমন্ত্রী মনােহর লাল খাট্টর, রাজ্য বিজেপিসভাপতি ওম প্রকাশ ধনকর সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কৃষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় হরিয়ানা প্রশাসনের কঠোর নিন্দা করে শিবসেনার তরফে দলীয় মুখপত্র সমানাতে বলা হয়, প্রধানমন্ত্রী মােদি যখন অমৃতসরে জালিয়ান ওয়ালাবাগ কমপ্লেক্সের পুননির্মিত ভবনের উদ্বোধন করলেন ঠিক সেই সময়ে হরিয়ানায় দ্বিতীয় জালিয়ানা ওয়ালদ্বগ ঘটে গেল।

সরকার হিংসার বীজ বপন করেছে। প্রত্যাশিতভাবে ফলও টক হবে। মুখ্যমন্ত্রী মনােহরলাল খাট্টর সরকারের ক্ষমতায় থাকা কোনও অধিকার নেই।

দলীয় মুখপত্রে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রী য়িণ রানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পরও যখন মহারাষ্ট্র সরকারের সমালােচনা করা হচ্ছে। কিন্তু ওই সমালােচকরা হরিয়ানায় কৃষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় কেন চুপ করে রয়েছেন।