মমতার জোড়া সভার প্রস্ত্ততি তুঙ্গে

Written by SNS April 22, 2024 4:36 pm

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২১ এপ্রিল– আগামী ৭২ ঘন্টার মধ্যেই লোকসভা নির্বাচনে দলীয় প্রচারে বর্ধমানে আসবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তারই প্রস্তুতি এখন তুঙ্গে পূর্ব বর্ধমানের আউশগ্রামে৷ ওই নির্বাচনী জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস এর আউশগ্রাম ব্লকের নেতৃত্ব৷ ওই একই দিনে ২৩ এপ্রিল বর্ধমানের ভাতারে আর একটি জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী৷ তারও প্রস্তুতি চলছে৷ দুটি জনসভার জন্য সব ধরনের আয়োজন রাখার চেষ্টা হচ্ছে৷ বিশেষ করে প্রচন্ড দাবদাহে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে বলে আশঙ্কা রয়েছে৷ বুধবার মুখ্যমন্ত্রীর সভা হবে আউশগ্রাম ও ভাতারের মাঠে৷ আর ওই সভার আগে নিরাপত্তা বলয় ঠিকঠাক করতে ইতিমধ্যেই সরেজমিনে ঘুরে দেখেছেন রাজ্য পুলিশের আধিকারিকরা৷

লোকসভা নির্বাচন উপলক্ষে মুখ্যমন্ত্রীর জনসভার আগে তৃণমূল কংগ্রেস নেতারা তার প্রচারও শুরু করেছেন৷ জনসংযোগে বাডি় বাডি় ঘুরে মুখ্যমন্ত্রীর সভা যে হবে সে কথাও প্রচারে রাখছেন৷ ব্লক তৃণমূল কংগ্রেস নেতারা আশা প্রকাশ করেন রোদ গরম উপেক্ষা করেও প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে৷ শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাই নয়, পাশের বীরভূম জেলার বোলপুর থেকেও কর্মী সমর্থকদের আসার কথা৷ বোলপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থীর হয়ে এই সভায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী৷ আউশগ্রাম ব্লকের তৃণমূল সভাপতি আব্দুল লালন সাংবাদিকদের জানিয়েছেন প্রচন্ড গরমের কথা মাথায় রেখে সভার আয়োজনে সব রকমের ব্যবস্থা করা হবে৷ বাইরে থেকে আসা কর্মী সমর্থকদের জন্য থাকবে পর্যাপ্ত পানীয় জলের ব্যাবস্থা রাখা হবে বলেও জানানো হয়েছে৷ বুথ ভিত্তিক ভাবে প্রচার চালানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়৷

অন্যদিকে রবিবার দুপুরে দাবদাহ উপেক্ষা করে দলীয় নির্দেশ মেনে ভাতার হাই স্কুলের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও এলাকার বিধায়ক মানগোবিন্দ অধিকারী৷ এই মাঠেই মমতার সভা হবে৷ এদিন সকাল থেকেই জেসিবি মেশিন দিয়ে ও বালি মাটি ব্যবহার করে আশপাশের জমিও সমতল করার কাজ চলতে দেখা যায়৷ তৃণমূল নেতারা ওই কাজ খতিয়ে দেখেন৷ এরই মধ্যে যে মাঠ দুটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেই মাঠের নিরাপত্তা খতিয়ে দেখেছেন রাজ্য পুলিশের এডিজি পশ্চিমাঞ্চল অশোক প্রসাদ৷ সঙ্গে ছিলেন বর্ধমান রেঞ্জের ডিআইজি শ্যাম সিংহ ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ সহ অন্যান্যরা৷