দূরদর্শনের লোগো, কাশীর পুলিশের ড্রেস কোড গেরুয়া করা নিয়ে প্রশ্ন মমতার

Written by SNS April 22, 2024 4:43 pm

নিজস্ব প্রতিনিধি— দূরদর্শনের রং গেরুয়া করা নিয়ে ফের প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার বালুরঘাটের কুমারগঞ্জের চকরাম রায় মাঠের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দূরদর্শনের রং, রেল স্টেশনের রং গেরুয়া হচ্ছে কী ভাবে? আমাদের গর্ব সেনাবাহিনীর বাডি়র রং গেরুয়া হচ্ছে৷ যাঁরা সাধু হচ্ছেন গেরুয়া পরে, তাঁদের অপমান নয়? কাশীতে পুলিশকেও গেরুয়া পরিয়েছেন৷ কবে বলবে দেখবেন, সকালে গেরুয়া শরবত খেতে হবে৷ “প্রসঙ্গত, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ‘ড্রেস কোড’ বদলে গেরুয়া হতে চলেছে৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি জোর করে সব কিছুকে গেরুয়া করতে চাইছে৷ মমতার বক্তব্যে ফুটে উঠেছে সেই অভিযোগেরই প্রতিধ্বনি৷

এবিষয়ে মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, “মন কি বাত, তিনি নিজেই বলেন৷ নিজেই শোনেন৷ কাউকে বলতে দেন না৷ আজ পর্যন্ত সাংবাদিক বৈঠক করতে দেখিনি ওঁকে৷’’ বলেছেন, ” এটা বাংলার নির্বাচন নয়৷ দিল্লির নির্বাচন৷ তাই জবাব মোদীবাবুকে দিতে হবে৷ জবাব চাই জবাব দাও৷ জবাব দাও গদ্দাররা৷’’ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাধা তৈরি করা হতে পারে বলেও ফের আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “কেন্দ্রীয় বাহিনী এনে পথ আটকালে খবর দেবেন পার্টি অফিসে৷ আমাদের লোক এসে আপনাদের পৌঁছে দেবে৷ এই জিনিস কোচবিহারেও হয়েছিল৷’’