রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইলো লালবাজার

Written by SNS May 5, 2024 4:18 pm

নিজস্ব প্রতিনিধি— তদন্তের স্বার্থে এবার রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার৷ শুক্রবার রাতে রাজভবনের দায়িত্বে থাকা ওসিকে সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি পাঠানো হয়েছে৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে কলকাতা পুলিশ৷ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই বিশেষ দল রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রক্রিয়া শুরুও করে দিয়েছে৷ সূত্রের খবর, ওই চিঠিতে দ্রুত সিসিটিভি ফুটেজ পাঠানোর কথাও বলা হয়েছে৷ পাশাপাশি, প্রাথমিক তদন্তের জন্য রাজভবনের কর্মীদেরও আগামীদিনে জেরা করা হতে পারে বলে খবর সূত্রের৷

প্রসঙ্গত, ২মে বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানান রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী৷ নির্বচানের মধ্যে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগে স্বাভাবিকভাবেই তোলপাড় রাজ্য রাজনীতি৷ অন্যদিকে ভারতীয় সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী পদে থাকাকালীন দেশের রাষ্ট্রপতি কিংবা কোনও রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না৷ তবে তাঁর পদচু্যতি ঘটলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব৷ মহিলার অভিযোগের ভিত্তিতে, প্রথমে ২৪ এপ্রিল এবং পরে গত বৃহস্পতিবার তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল৷ অভিযোগের সত্যতা যাচাই করতে আইনি পরামর্শ নিতে শুরু করেন লালবাজারের কর্তারা৷ যদিও রাজ্যপালের দাবি, দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে৷ সাজানো গল্পের সামনে তিনি মাথানত করবেন না বলেও পোষ্ট করেন এক্স হ্যান্ডেলে৷