• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

গঙ্গারামপুরে বিস্ফোরণ, উড়ল ঘরের চাল

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: আচমকা বিস্ফোরণের জেরে বন্ধ হয়ে পডে় থাকা বাডি়তে আগুন লেগে গেল৷ শুক্রবার বেলার দিকে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়া এলাকায়৷ বিস্ফোরণে উডে় যায় বাডি়র চাল৷ যদিও হতাহতের কোনও খবর নেই৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন৷ তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে,

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: আচমকা বিস্ফোরণের জেরে বন্ধ হয়ে পডে় থাকা বাডি়তে আগুন লেগে গেল৷ শুক্রবার বেলার দিকে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়া এলাকায়৷ বিস্ফোরণে উডে় যায় বাডি়র চাল৷ যদিও হতাহতের কোনও খবর নেই৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন৷ তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠ্যাঙাপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী সমিতির ঘর ছিল এটি৷ স্থানীয় একটি লক্ষ্মী মন্দিরের পুজো কমিটির ঘর হিসেবেও ব্যবহার করা হত৷ এদিন দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা৷ বিস্ফোরণের শব্দ পেয়েই এলাকার বাসিন্দারা ছুটে আসেন৷ তাঁরা দেখেন যে, ব্যবসায়ী সমিতির ঘরে আগুন লেগে গিয়ে প্রচুর ধোঁয়া বের হচ্ছে৷ উডে় গিয়েছে ঘরের অ্যাসবেস্টাসের চাল৷ বারুদের গন্ধে ভরে গিয়েছে গোটা এলাকা৷

প্রাথমিক অনুমান, ওই ঘরটিতে আগে থেকে বোমা মজুত করা ছিল৷ গরমের ফলে মজুত করা বোমা ফেটে যায়৷ খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়৷ বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে৷ কে বা কারা বোমাগুলি মজুত করেছে, তা তদন্ত করে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ৷