এসএসসি দুর্নীতি মামলায় এসপি সিন্হা এবং প্রসন্নের ২৩০ কোটি টাকা উদ্ধারের পথে ইডি

Written by SNS April 13, 2024 11:52 am

নিজস্ব প্রতিনিধি— এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিন্হা এবং প্রসন্ন রায়ের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিকভাবে ২৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে তারা৷ সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় বেশ কিছু জমি এবং ফ্ল্যাট রয়েছে৷ গত ১৯ ফেব্রুয়ারি রাতে এসএসসি নিয়োগ মামলায় প্রসন্নকে গ্রেফতার করে ইডি৷ এর আগে একই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি৷ পরে জামিনে মুক্তি পান৷ প্রথমে ইডি আদালতে জানিয়েছিল, প্রসন্ন শিক্ষা দফতরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে সেতু হিসাবে কাজ করতেন৷

অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিতেন৷ তিনি একাই ১০০ কোটি টাকা তুলেছেন বলে দাবি করে ইডি৷ এ ছাড়া, প্রসন্নের বিরুদ্ধে ওএমআর শিট নিয়ে কারচুপির অভিযোগও তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ গত ফেব্রুয়ারি মাসে আদালতে ইডি লিখিত আকারে জানায়, প্রসন্নের নামে ১০০টির বেশি সংস্থা রয়েছে৷ তিনি একাই ২০০টির বেশি অ্যাকাউন্টের মালিক অথবা নিয়ন্ত্রক৷ প্রসন্ন বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বলেও দাবি করে ইডি৷ তারা জানায়, ওই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে অত্যন্ত কম দামে৷