• facebook
  • twitter
Friday, 11 October, 2024

তীব্র গরমেও রাজ্যে ভোট পড়লো ভালোই

নিজস্ব প্রতিনিধি– শুক্রবার সারা দেশের সঙ্গে এ রাজ্যের তিনটি আসনেও লোকসভা ভোট হয়েছে৷ প্রবল তাপদাহ এবং বিক্ষিপ্ত অশান্তির মাঝেও তিনটি আসনেই ভোটের হার যথেষ্ট ভালো বলেই মনে করা হচ্ছে৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত জলপাইগুডি়, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা আসনে গড় ভোটের হার ৭৭.৫৭ শতাংশ৷ সারা দেশে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি– শুক্রবার সারা দেশের সঙ্গে এ রাজ্যের তিনটি আসনেও লোকসভা ভোট হয়েছে৷ প্রবল তাপদাহ এবং বিক্ষিপ্ত অশান্তির মাঝেও তিনটি আসনেই ভোটের হার যথেষ্ট ভালো বলেই মনে করা হচ্ছে৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত জলপাইগুডি়, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা আসনে গড় ভোটের হার ৭৭.৫৭ শতাংশ৷ সারা দেশে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ হয়েছে প্রথম দফায়৷ ভোটদানের হারে শতাংশের নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ৷

ভোটদানের নিরিখে শীর্ষে জলপাইগুডি়৷ এখানে ভোটের হার ৭৯.৩৩ শতাংশ৷ কোচবিহারের ৭৭.৭৩ এবং আলিপুরদুয়ারে ৭৫.৫৪ শতাংশ ভোট পডে়ছে৷ গত কয়েকদিন ধরে রাজ্যজুডে় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ শুক্রবার সকাল থেকে ভালরকমই গরম টের পাওয়া গিয়েছে৷ তবুও সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছিল৷ বেলার দিকে হার কিছুটা কমলেও তিনটের পর ভোটের লাইন ফের দীর্ঘ হতে থাকে৷

পশ্চিমবঙ্গের তিন আসন ছাড়াও ভোটগ্রহণ হচ্ছে দেশের অন্যান্য ৯৯ আসনে৷ এ ছাড়াও অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দু’টি করে আসনে ভোটগ্রহণ হয়৷ একটি করে আসনে ভোটগ্রহণ হয় ছত্তিশগড়, মিজে়ারাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে৷ বিহারের চার আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়৷ উল্লেখ্য, মণিপুরে মোট দু’টি লোকসভা আসন৷ ইনার মণিপুর এবং আউটার মণিপুর৷ তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নেয়৷ শুক্রবার তাই আউটার মণিপুরের একাংশে ভোটগ্রহণ হয়৷ বাকি অংশে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল৷ পশ্চিমবঙ্গের তিন আসন জলপাইগুডি়, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্র৷
লোকসভা নির্বাচনে বিশেষ নজর ছিল মণিপুরের দিকে৷ ভোট চলাকালীন ইনার মণিপুরের থামানপোকপি লোকসভা কেন্দ্রের একটি বুথে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী বাহিনী৷ পুলিশ সূত্রে এখনও হতাহতের কোনও খবর নিশ্চিত করেনি৷ গুলি চালানোর ঘটনার সঙ্গে সঙ্গেই ওই বুথের বাইরে লাইনে থাকা ভোটারদের মধ্যে হুড়োহুডি় পডে় যায়৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু একটা কেন্দ্রে নয়, রাজ্যে আরও কয়েকটি জায়গা থেকেও অশান্তির খবর মিলেছে৷
ছত্তিশগড়ে গ্রেনেড বিস্ফোরণে নিহত হন সিআরপিএফ জওয়ান৷ ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ভোট চলাকালীন আচমকাই গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এই ঘটনায় ভোটের দায়িত্বে থাকা এক সিআরপিএফ জওয়ান আহত হন বলে পুলিশ সূত্রে খবর৷ এক পুলিশ আধিকারিকের কথায়, ‘বস্তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ৷’

উত্তরপ্রদেশে বুথদখলের অভিযোগ ওঠে৷ সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে অখিলেশ যাদবের দল দাবি করতে শুরু করে উত্তরপ্রদেশের রামপুর এবং মুজফ্ফনগরের এলাকা বুথে ইভিএমে ত্রুটি দেখা দিয়েছে৷ শুধু তা-ই নয়, মুজফ্ফনগরের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানের বিরুদ্ধে বুথদখলের অভিযোগ তোলেন এসপি প্রার্থী হরেন্দ্র মালিক৷ কমিশনে অভিযোগও দায়ের করেন তিনি৷ উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় অশান্তির অভিযোগ প্রকাশ্যে এসেছে৷ রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোটে হিংসার ঘটনার অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি৷
শুক্রবার চেন্নাইয়ের এক বুথে ভোট দেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন৷