আজ রায়গঞ্জ ও বালুরঘাটে অভিষেক

Written by SNS April 20, 2024 12:19 pm

নিজস্ব প্রতিনিধি – ‘গণতন্ত্রের উৎসব’ শুরু হয়েছে দেশ জুড়ে৷ বাংলায় সাত দফায় ভোটের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ সুতরাং, ভোটযুদ্ধের প্রস্তুতি নিতে প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের মতো করেই গুটি সাজিয়েছে৷ উল্লেখ্য, নিজ স্ট্রাটেজি তৈরি করে ভোটযুদ্ধের ময়দানে মাস খানেক আগেই নেমে পড়েছিল তৃণমূল কংগ্রেস৷ তখনও প্রকাশ হয়নি নির্বাচনী নির্ঘন্ট, কিন্ত্ত নিজ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিল জোড়াফুল শিবির৷ এবার উত্তরবঙ্গের দ্বিতীয় দফার ভোটকে টার্গেট করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আজ জোড়া কর্মসূচি অভিষেকের৷ একদিকে রায়গঞ্জ যাচ্ছেন তিনি, জনসভা করবেন সেখানে৷ অন্যদিকে বালুরঘাটের মাটিতে পা রাখবেন, করবেন রোড শো৷

উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে আগামী ২৬ এপ্রিল, রায়গঞ্জ এবং বালুরঘাটে৷ তাই এবার সেখানেই পাড়ি দিচ্ছেন যুবরাজ৷ লক্ষ্য একটাই, এই দুই কেন্দ্রে ঘাসফুল ফোটানো৷ এবারের নির্বাচন নিয়ে অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা গেছে তৃণমূল সেনাপতির৷ কখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন সাংগঠনিক বৈঠক করতে আবার কখনও হেঁটেছেন রোড শোতে, কখনও বা জনগর্জন সভা থেকে গর্জে উঠেছেন বিজেপির বিরুদ্ধে৷ সেই মতোই তীব্র দাবদাহকে উপেক্ষা করে আজ রায়গঞ্জ ও বালুরঘাটের রাজনৈতিক পারদ চড়াতে আসছেন অভিষেক৷ বালুরঘাটের মাটিতে দাঁড়িয়েই আজ আক্রমণ শানাতে পারেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে৷

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে রায়গঞ্জ লোকসভায় প্রায় ৫১ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী৷ দ্বিতীয় স্থানে চলে আসেন তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়াল৷ উল্লেখযোগ্যভাবে, এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সী ভোট অঙ্কের নিরিখে চতুর্থ স্থানে চলে যান৷ তৃতীয় স্থানে থাকেন সিপিএমের মহম্মদ সেলিম৷ তবে এই চিত্র বদলে যায় ২০২১ এর বিধানসভা নির্বাচনে৷ বিজেপি বেশ কিছুটা হলেও ব্যাকফুটেও চলে যায় এবং রায়গঞ্জ-এ ফোটে ঘাসফুল৷ তার প্রভাব অনেক ক্ষেত্রেই পঞ্চায়েত নির্বাচনেও দেখা যায়৷ ২০২৪-এর ভোটে রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে৷ তাঁর প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল৷ কৃষ্ণ কল্যাণীর সমর্থনেই রায়গঞ্জে পা রাখছেন তৃণমূল সেনাপতি অভিষেক৷ অন্যদিকে, বালুরঘাটের ছবিটা কিছুটা পৃথক৷ গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত৷ সাংসদ হয়েছিলেন তিনি৷ ২০২১ এর বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে পদ্মফুল ফোটে৷ ভারতীয় জনতা পার্টির অশোক কুমার লাহিড়ী তৃণমূল কংগ্রেসের শেখর দাশগুপ্তকে পরাজিত করে আসনটি জিতেছিলেন৷ বর্তমানে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন সুকান্ত মজুমদারই৷ প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র৷ এইবার এই কেন্দ্রের রাজনৈতিক পাল্লা কোনদিকে ঝোঁকে সেই দিকেই তাকিয়ে বাংলা৷