বহরমপুরে জিতবেন দাদা ইউসুফ, জনস্রোতে ‘আত্মবিশ্বাসী’ ইরফান

Written by SNS May 10, 2024 11:50 am

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ৯ মে— বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় দাদার হয়ে বহরমপুরের প্রচারে ইরফান পাঠান৷ বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে এলেন ভাই ইরফান পাঠান৷ আর জনসমুদ্রের রোড শো-ও করলেন তিনি৷ আর সেখান থেকে বেরিয়েই বহরমপুরের তৃণমূল প্রার্থীর হয়ে বেশ কয়েকটি কথা বললেন তিনি৷ বললেন, ‘আমি নিজে আসবো দাদা কেমন কাজ করছে তা দেখার জন্য৷ আমি এখানে এসে খুব ইমোশনাল হয়ে গিয়েছি৷ সিএএ এনআরসি নিয়ে প্রসঙ্গ এড়ালেন ইরফান পাঠান৷ তিনি বললেন, ‘আমি দাদাকে সাপোর্ট দিতে এসেছি৷ বহরমপুর অনেক ভালবাসা দিচ্ছে দাদাকে৷’ এদিন বহরমপুর লোকসভার বেলডাঙা থেকে প্রায় ৬ কিলোমিটার রোড শো করেন ইরফান ও ইউসুফ৷

ফ্যানেদের আবদারও রাখতে দেখা গেল তাঁকে৷ হুডখোলা গাডি়তে করে দাদার হয়ে প্রচার করেন দুই ভাই৷ ফ্যানদের আবদার রেখে ব্যাটে অটোগ্রাফও দিলেন তিনি৷ ইরফান পাঠানকে দেখে অনেকেই ব্যাট বাডি়য়ে দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য৷ তাঁদের আবদার রাখার পাশাপাশি শুভেচ্ছা ও বিনিময় করলেন দুই ভাই৷ ৬ কিলোমিটার রোড শো করতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে দুই পাঠান ভাইয়ের৷ রাস্তার দুই ধারে প্রচুর মানুষের ভিড় করেন দুই পাঠান ভাইকে দেখতে৷ আগামী ১৩ মে বহরমপুর কেন্দ্রের লোকসভা ভোট৷ পাঠানকে নিয়ে এসে কার্যত বহরমপুর কেন্দ্রে চমক দিতে যায় তৃণমূল৷ দুই পাঠান ভাইকে দেখতে বেলডাঙায় তখন উপচে পড়া ভিড়৷ ৬ কিমি রোড শো শেষে ইরফান বললেন, ‘মানছি পাঁচবারের সাংসদের বিরুদ্ধে লড়াইটা কঠিন৷ তবে আমার দাদা অত্যন্ত পরিশ্রমী এবং সৎ৷ ও কঠিন পরিস্থিতিতেও লড়তে জানে৷ চোট নিয়েও বিশ্বকাপে খেলেছে৷ দলকে জিতিয়েছে৷’ খানিক থেমে ইরফানও এও বলেন, ‘আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই৷ দাদা এবং আমি দুজনেই দেশের হয়ে ক্রিকেট খেলেছি৷ খেলার মাঠে মানুুষের উন্মাদনা থেকে আমরা অনুপ্রাণিত হই৷ এখানেও রোড শো তে মানুষের যা উৎসাহ দেখলাম, তাতে আমি নিশ্চিত দাদা জয়ী হবেই৷’ এদিন বেলডাঙা থেকে হুডখোলা গাডি়তে করে ভাই ইরফানকে নিয়ে প্রায় ৬ কিলোমিটার রোড শো করেন ইউসুফ৷