কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্য ও চন্দ্রিমার, সরাসরি চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারকে

Written by SNS March 18, 2024 3:11 pm

নিজস্ব প্রতিনিধি— রবিবার সাংবাদিক বৈঠক করে ফের কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য৷ এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ব্রাত্য বসু৷ অভিষেকের ‘ওপেন চ্যালেঞ্জ’ এ সাড়া না দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর চড়ালেন তিনি৷ ‘মোদি গ্যারান্টি’ নিয়েও তোপ দাগলেন৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে গণমাধ্যমের সামনে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ ব্রাত্য বসুর৷

সাংবাদিক বৈঠক থেকে ব্রাত্য বসু বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন৷ ২০২১ এর বিধানসভা ভোটের পর বাংলাকে আবাস যোজনা, একশো দিনের কাজের টাকা দেয়না কেন্দ্র৷ এই ইসু্যকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়া পোস্টে কোনো বিজেপি নেতৃত্বকে অভিষেকের সাথে মুখোমুখি তর্কে বসার জন্য চ্যালেঞ্জ করেছিলেন৷ কিন্ত্ত সোশ্যাল মিডিয়া পোস্টে তার পাল্টা জবাব দিলেও মুখোমুখি হননি গেরুয়া শিবিরের কেউ৷ পুনরায় এই প্রসঙ্গকে তুলে ধরে ব্রাত্য বসু বলেন, আজ অর্থাৎ সোমবার বালুরঘাটে অভিষেকের সভা আছে সেখানেই তর্কে বসুক বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷

পাশাপাশি বিজেপির প্রার্থীর তালিকা প্রকাশ না করা নিয়েও সরব হন তিনি৷ ‘মোদি গ্যারান্টি’ যে আসলে ফাঁপা তার ব্যাখাও জনসমক্ষে আনেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের মুখে হাসি ফোটাতে মোদী সরকার ব্যর্থ৷ এমনকি আজকের দিনে ভারতে প্রায় ৬৭ লক্ষ শিশু আধপেটা থাকে৷ বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে বাংলার কর্মসংস্থান, সাক্ষরতার হার, নারীর ক্ষমতায়ন যে বেশি তার পরিসংখ্যানও দেন৷

প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর সাথে ‘কন্যাশ্রী‘ -এর তুলনা করে তার পরিসংখ্যানগত হিসেব দেখান ব্রাত্য বসু৷ পাশাপাশি তিনি বলেন, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্র না দিলেও মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে তা সাধারণ মানুষকে দিয়েছেন৷

পাশাপাশি সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যসন্দেশখালিকান্ড প্রসঙ্গে বলেন, সেখানে অপরাধ হয়ে থাকলে সেই ভাবেই আইন নিজের কাজ করছে৷ মহিলাদের সম্মানহানি রাজ্যের শাসকদল মেনে নেবে না৷ এক্ষেত্রে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এর সন্দেশখালি যাওয়ার প্রসঙ্গে কটাক্ষের সুর চড়িয়ে বলেন, নারীর সম্মান রাজ্যেভেদে বদলে যায়না৷ তিনি সন্দেশখালি গেলে মনিপুরেরও যাক৷