তৃণমূল প্রার্থীদের হয়ে ব্লকে ব্লকে প্রচার মহিলাদের

Written by SNS April 7, 2024 3:21 pm

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৬ এপ্রিল— আঠারো তম লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করতে মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলারা ব্যাপক প্রচারে নেমেছেন৷ বিভিন্ন ব্লকে সভা, মিছিল, বাডি় বাডি় প্রচারে অংশ নিচ্ছেন তারা৷ দলের নির্দেশে ওই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত৷ বর্ধমান জেলায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর হয়ে চলছে প্রচার৷ শিখা সেনগুপ্ত বলেন এই দুটি লোকসভা আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার দিতে চাই৷ তাই সব রকমের শক্তি নিয়ে মহিলারা প্রচারে ঝাঁপিয়ে পডে়ছেন৷

এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে এবং মেমারি-২ নং ব্লকের দলের মহিলাদের উদ্যোগে আসন্ন বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়৷ কয়েক শো মহিলা এই সম্মেলনে উপস্থিত হয়ে ছিলেন৷ জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আত্মসম্মান ও আত্ম মর্যাদা দিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রেরণায় শহর থেকে গ্রাম বাংলার মহিলারা এখন আত্মবিশ্বাসী৷ বলেন, ভোটের আগেই আমাদের দিদি জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করে দেবেন৷ তিনি কথা রেখেছেন৷ এপ্রিল মাসের ২ তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডারের ১০০০ টাকা এবং ১২০০ টাকা একাউন্টে ঢুকতে শুরু করেছে৷ মহিলারাও উচ্ছ্বসিত৷ সম্মেলন থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ – কে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানানো হয়৷

পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যেই গলসী-১ ও ২ ব্লক, জামালপুর, খণ্ডঘোষ, রায়না -১ ও ২ ব্লকে মহিলাদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে৷ ব্লকের সভাগুলো থেকে প্রতিটি অঞ্চলের নেতৃত্বকে বলা হয়েছে বুথ স্তরে মহিলাদের সংগঠিত করে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে৷ একই সঙ্গে শহর বর্ধমানেও বড়ো ধরনের সভার আয়োজন করা হয়৷ সেখানে বিধায়ক খোকন দাস, তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত সহ জেলার প্রথম সারির নেতা নেত্রীরা হাজির ছিলেন৷ সভায় ঐক্যবদ্ধভাবে প্রচারে নামার ডাক দেওয়া হয়েছে৷