দেড়শোর বেশি আসন পাবে না বিজেপি: রাহুল

Written by SNS April 18, 2024 11:44 am

গাজিয়াবাদ, ১৬ এপ্রিল – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির ‘অব কি বার ৪০০ পার’ স্লোগানকে ফুৎকারে উডি়য়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ বুধবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইন্ডিয়া জোট শরিক সমাজবাদী পার্টির নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি৷ সেখানে তিনি দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আগামী লোকসভা নির্বাচনে ১৫০টির বেশি আসন পাবে না৷

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, আমি আসনের ব্যাপারে কোনও অনুমানে বিশ্বাসী নই৷ আসন সংখ্যা নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করি না৷ ১৫-২০ দিন আগেও আমি ভাবছিলাম বিজেপি ১৮০টির মতো আসন পেতে পারে৷ কিন্ত্ত, এখন আমার মনে হয় ওরা ১৫০-র মতো আসনে জিততে পারে৷ আমরা প্রতিটি রাজ্য থেকে যে রিপোর্ট পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ উত্তরপ্রদেশে আমাদের শক্তিশালী জোট রয়েছে৷ এখানে আমরা খুবই ভালো ফল করব, দাবি রাহুলের৷

২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে এনডিএ৷ যদিও রাহুল গান্ধির দাবি, ৪০০ আসন তো দূরের কথা, ১৫০ আসনও পার করতে পারবে না এনডিএ তথা বিজেপি৷ এছাড়াও কংগ্রেসের ইস্তেহার তুলে ধরার পাশাপাশি বিজেপি শাসনে দেশের বেহাল পরিস্থিতির কথা তুলে ধরে মোদি সরকারকে সমালোচনা করেন রাহুল গান্ধি৷ একইসঙ্গে ব্যাখ্যা দিলেন কেন এবার আমেঠি আসন থেকে ভোটে লড়ছেন না কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷

লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার উত্তর প্রদেশে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ সেখানে সপা প্রধান অখিলেশ যাদবকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে নিশানা করেন রাহুল৷ মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “প্রধানমন্ত্রী আসলে দুর্নীতির চ্যাম্পিয়ন৷” ব্যাখ্যা দিয়ে রাহুল বলেন, “নির্বাচনী বন্ড নাকি স্বচ্ছতার জন্য আনা হয়েছিল৷ তাই যদি হবে সুপ্রিম কোর্ট খারিজ করল কেন ? কে, কত, কবে টাকা দিল, এই তথ্যগুলো কেন লুকিয়ে রাখা হল৷ ” এরপরই সুর চড়িয়ে বলেন, “কোনও সংস্থা বড় অর্ডার পেলে, কিংবা সংস্থার অফিসে ইডি-সিবিআইয়ের অভিযান চললে কয়েকদিনের মধ্যে বিজেপিকে টাকা দিয়ে দিচ্ছে সংস্থাগুলি৷ একেই তোলাবাজি বলে৷”

সপা নেতা অখিলেশের গলাতেও ছিল একই সুর৷ তিনি এদিন বলেন, আজ সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই৷ কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যৌথ সাংবাদিক সম্মেলন করছে, এতে আমি খুব খুশি৷ ইন্ডিয়া জোট গাজিয়াবাদ থেকে গাজিপুর পর্যন্ত বিজেপিকে মুছে দেবে৷ আজকের দিনে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিতে কৃষকরা আশাহত৷ নির্বাচনী বন্ডের কেলেঙ্কারিতে বিজেপির ব্যান্ড বেজে গিয়েছে৷ দেশের সমস্ত ভ্রষ্টাচারীদের একত্রিত করেছে বিজেপি৷ ওরা শুধু দুর্নীতিগ্রস্তদেরই দলে নিচ্ছে, তাই নয়৷ দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে তোলাবাজিও করছে বলে মন্তব্য করেন অখিলেশ৷

দেশে ভয়াবহ বেকারত্ব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে মানুষ এবার ভোট বাক্সে জবাব দেবেন বলে দাবি করেন রাহুল গান্ধি৷ তিনি বলেন, “গত ১০ বছরে নোটবন্দি, জিএসটি করে রোজগার বন্ধ করেছে৷ মানুষের কাছে আমরা এই বিষয়গুলি তুলে ধরছি৷ আমাদের ইস্তেহারে সব স্নাতক, ডিপ্লোমাদের বছরে এক লাখ টাকা রোজগারের গ্যারান্টি দেওয়া হচ্ছে৷ দেশে ৩০ লক্ষ শূন্যপদ এই সরকার পূরণ করছে না৷ আমরা ক্ষমতায় এলে তা পূরণ করব৷ গরিব পরিবারে একজন করে মহিলাকে বছরে এক লাখ টাকা, কৃষকদের এমএসপির গ্যারান্টি দেওয়া হবে৷ যেভাবে মোদি সরকার কর্পোরেটদের ঋণ মাফ করেছেন, আমরা কৃষি ঋণ মাফ করব৷” পাশাপাশি বিজেপির ইস্তাহারকে কটাক্ষ করে রাহুল বলেন, “ওদের ইস্তাহার দেখুন, অলিম্পিক আর চাঁদে পাঠানোর কথা বলা হয়েছে৷”

প্রথম দফার লোকসভা নির্বাচনের প্রচার শেষ বুধবার বিকেলে৷ প্রচারপর্বের শেষবেলায় বহু চর্চিত আমেঠি লোকসভা কেন্দ্রে শেষমেশ কংগ্রেস নেতা রাহুল দাঁড়াবেন কিনা তা স্পষ্ট করেননি৷ এই প্রশ্নের জবাবে কেরলের ওয়েনাডে়র সাংসদ রাহুল মজা করে বলেন, এটা খুব ভালো প্রশ্ন৷ এটা বিজেপির করা প্রশ্ন৷ তবে এটা বলতে পারি, আমার উপর দলের যা নির্দেশ আসবে, আমি সেই মতো চলব৷ প্রসঙ্গত, আগামী ১৯ তারিখ উত্তরপ্রদেশের কয়েকটি কেন্দ্রসহ দেশে প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে৷