বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের ‘দাদাগিরি’

Written by SNS April 12, 2024 11:41 am

নিজস্ব প্রতিনিধি— ভোটের মুখে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের ‘দাদাগিরি’র সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে৷ ওই ব্যবসায়ী তৃণমূলের সক্রিয় কর্মী৷ জানা গিয়েছে, বুধবার রাতে খানাকুলের রাজহাটি বাজারে যান বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ৷ অভিযোগ সেখানে ব্যবসায়ী অরিন্দম ভৌমিক ওরফে বুম্বা, অনিরুদ্ধ ভৌমিক এবং তারক রায় নামে তিন ব্যবসায়ীকে মারধর করা হয়৷ সুশান্ত ঘোষ নিজেই তাঁদের মারধর করেন বলে অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ৷

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ৷ এই ঘটনাকে নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ গোটা ঘটনাটি সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তাঁর দাবি, “আমি মারধর করিনি৷ ঠেলাঠেলি ধস্তাধস্তি হয়েছে৷ কিন্ত্ত কেন এবং কোন পরিস্থিতিতে এটা হল সেটা জানুন৷ তৃণমূলের দলবল গুন্ডারাজ চালাচ্ছে৷ এখানকার রাজহাটি এলাকায় দীর্ঘদিন জল ছিল না৷ মা-বোনেরা বারবার সমস্যার কথা জানাতে গিয়েছিল৷ তবে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়৷ পঞ্চায়েত ভোটের আগেও জল বন্ধ করে দেওয়া হয়েছিল৷ লোকসভা ভোটের আগেও তাই করল৷ সে কারণে অশান্তি৷” এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল৷ এক্স হ্যান্ডেলে সিসিটিভি ফুটেজটি পোস্ট করে তৃণমূলের দাবি ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে৷