বিজেপির নিজস্ব ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে, কটাক্ষ কুণাল ও ঋতব্রতর

Written by SNS March 31, 2024 2:01 pm

নিজস্ব প্রতিনিধি– বিজেপি ওয়াশিং মেশিন পলিটিক্স করছে, শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়৷ একটি ছোট্ট অ্যানিমেটেড ভিডিও এবং একটি ওয়াশিং মেশিন দেখিয়ে কটাক্ষের সুরে কুণাল ঘোষ বলেন, “ওয়াশিং মেশিন খুললেই দেখবেন উঁকি দিচ্ছে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার আর একটু ওপরের দিকে আছে প্রফুল প্যাটেল৷ এখান থেকেই সাফ করে বের করা হচ্ছে এদের৷ এজেন্সিকে ব্যবহার করে টার্গেট করে তুলে এনে বিজেপিতে নাম লেখালেই সব ধোয়া তুলসী পাতা! তাই এই বিশেষ ওয়াশিং মেশিনটি হলো বিজেপি ব্রান্ডের৷”

এক্ষেত্রে উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মা থেকে প্রফুল প্যাটেল, কিছু না কিছু কেলেঙ্কারির সাথে জড়িত নাম৷ তবে বিজেপিতে যোগদানের পর তাদের ওপর থেকে কেবল মামলা তুলে নেওয়া হয়েছে তা নয়, বরং বিজেপির বড়ো পদে বর্তমানে তাঁরা আসীন৷ সাংবাদিক বৈঠক থেকে এই ব্যাখ্যাই দেন ঋতব্রত এবং কুণাল৷ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ থেকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, কাউন্সিলর জুঁই বিশ্বাস প্রমুখের বাড়িতে বারংবার হানা দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা যার ফলে নির্বাচনী প্রচারে ব্যাঘাত ঘটছে৷ এই অভিযোগ নিয়ে তৃণমূল দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের, সেই বিষয়ও সাংবাদিক বৈঠক থেকে জানান ঋতব্রত৷ পাশাপাশি তাঁরা মনে করিয়ে দিয়েছেন বিজেপিকে অভিষেকের ‘ওপেন চ্যালেঞ্জ’ এর কথা৷

“চুপচাপ জোড়াফুলে ছাপ” দার্জিলিং থেকে তমলুকের আদি বিজেপি সমর্থকেরা এই স্লোগানই দিচ্ছে, এমনটাই দাবি কুণালের৷ তাঁর মতে, বাংলায় বিজেপিতে স্পষ্ট মেরুকরণ চলছে৷ তার উদাহরণ দিলীপ ঘোষ নিজেই৷ তাঁকে মেদিনীপুরে বহু বছর চাষ করার পর রপ্তানি করা হয়েছে, এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ৷ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কুণাল কটাক্ষ করে বলেন, “দিলীপ ঘোষ বলেছিলেন সিএএ এনআরসি হতে দাও সবাইকে বের করে দেব৷ এনআরসি এখনও হলো না, তার আগেই দিলীপকে বের করে দিয়েছে৷ তাঁর পুরোনো আসনে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে তারপর তাঁকে বের করে দেওয়া হয়েছে৷ তাই মানসিক অবসাদ থেকেই দু চারটে বেলাগাম কথাবার্তা বলছেন৷ ” ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দোপাধ্যায় ৪ থেকে ৫ লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন এমনটাই সাংবাদিক বৈঠক থেকে বলেন কুণাল ঘোষ৷ প্রসঙ্গত উল্লেখ্য, এখনও ডায়মন্ড হারবার কেন্দ্র বিরোধী শূণ্য৷ সেই নিয়ে মাথা ঘামাতেও নারাজ তৃণমূল৷ অভিষেকের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী ঘাসফুল৷

সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে নিশানা করে ঋতব্রত এবং কুণাল বলেন, বিজেপি ধর্মের রাজনীতি করে তাই সংখ্যাগুরু বা সংখ্যালঘু ভোটব্যাংককে পৃথকভাবে তাদের গুরুত্ব দিতে হয়৷ উগ্র হিন্দুত্ব দেখাতে গিয়ে বিজেপির কাছ থেকে হিন্দু, মুসলিম উভয়ের ভোট সরে যাচ্ছে৷ তৃণমূল নির্দিষ্ট টার্গেট না করে সকলকে সমান ভাবে গুরুত্ব দিয়ে উন্নয়নের পথে চালিত হয়৷ সিপিএমকেও কটাক্ষ করতে ছাড়েননি কুণাল৷ “সিপিএমের কোষ্ঠকাঠিন্য চলছে৷ রোজ দুজন চারজন করে প্রার্থী ঘোষণা করছে৷ বিমান বসুর উচিৎ ইসবগুল খেয়ে প্রার্থী তালিকা ঘোষণা করতে বসা৷” বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে বলেন, “বাংলার ৪২ টি কেন্দ্রে লড়ার ক্ষমতা নেই৷ বামফ্রন্ট একটি দল নয়, আটটি দল৷ আটটি দল মিলেও ৪২ টি আসন লড়তে পারেন না৷” পাশাপাশি এখনও ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী ঘোষণা করতে না পারা নিয়েও কটাক্ষ করেছেন কুণাল৷