শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই একের পর এক হামলার শিকার হয়েছিলেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। হামলায় বহু নেতা-কর্মীর মৃত্যুও হয়েছে। কিন্তু এবার পাল্টা কর্মসূচির আয়োজন করতে শুরু করেছে হাসিনার দলও। এবার শেখ হাসিনাকে ‘দেশত্যাগে বাধ্য করা’র প্রতিবাদে শনিবার গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামি লিগ। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। আওয়ামি লিগের নেতাকর্মীদের ঘিরে ঢাকা -খুলনা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গেলে সেনা ভিড় সরাতে যায়। সেই সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অস্ত্র কেড়ে নিয়ে মিছিলও করা হয়। বিক্ষোভকারীদের হঠাতে সেনা শূন্যে গুলি চালায় বলেও জানা গিয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জের গোপীনাথপুরে এই ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচ সেনাকর্মী সহ সাতজন আহত হয়েছে। দুই সাংবাদিককেও মারধর করা হয় বলে অভিযোগ।
Advertisement
Advertisement



