নির্বাচনে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করতে পারবেন না ইউসুফ, জানালো কমিশন

Written by SNS March 31, 2024 2:08 pm

নিজস্ব প্রতিনিধি— ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ছিল৷ তাতে পদক্ষেপ গ্রহণ করলো জাতীয় নির্বাচন কমিশন৷ ভারতের জাতীয় ক্রিকেট দলের কোনও ছবি বা ভিডিয়ো ভোটের প্রচারে ব্যবহার করা যাবে না৷ বহরমপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে এমনটাই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ বহরমপুরে তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল জাতীয় কংগ্রেস৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করল কমিশন৷ শুক্রবার নির্বাচন কমিশনের তরফে লিখিত ভাবে ইউসুফকে জানানো হয়েছে, জাতীয় দলের ছবি তিনি নির্বাচনী প্রচারে ব্যবহার করতে পারবেন না৷

ইতিমধ্যে যে ছবি প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে, তা-ও সরিয়ে ফেলতে হবে অবিলম্বে৷ গত ২০১১ সালে ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন ইউসুফ৷ বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত এবং ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে ছবি নিজের নির্বাচনী প্রচারের ফ্লেক্সে ব্যবহার করেছিলেন তিনি৷ তাতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা৷ কমিশনে এই সংক্রান্ত অভিযোগপত্র জমা দিয়েছিল কংগ্রেস৷ তাদের যুক্তি ছিল, বিশ্বকাপ জয়ের মুহূর্ত গোটা দেশের জন্য যেমন গর্বের, তেমন আবেগেরও বটে৷ রাজনৈতিক স্বার্থের জন্য এই মুহূর্তকে ব্যবহার করা উচিত নয়৷

সচিন জাতীয় তারকা৷ তাঁর ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচারও আদর্শ আচরবিধির বিরুদ্ধে৷ কংগ্রেসের অভিযোগের পর মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করে কমিশন৷ কেন সচিনের ছবি ব্যবহার করা হয়েছে, সে ক্ষেত্রে কোনও বৈধ অনুমতি রয়েছে কি না, সে সব জানতে চাওয়া হয়েছিল৷ এক সপ্তাহের মধ্যে ইউসুফের নির্বাচনী এজেন্ট এবং ফ্লেক্স প্রস্তুতকারী সংস্থাকেও এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়৷ ইউসুফ অবশ্য বলেছিলেন, ”আমি ভারতের হয়ে খেলে গর্বিত৷ সেই গর্বের মুহূর্ত যদি তুলে ধরা হয়, তাতে কোনও অন্যায় আছে বলে মনে করি না৷ ” তবে সেই ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন৷ চলতি লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থিতালিকায় অন্যতম বড় চমক হিসাবে ছিল ইউসুফের নাম৷ গুজরাতের এই প্রাক্তন ক্রিকেটারকে বহরমপুর থেকে প্রার্থী করেছে তৃণমূল৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী৷ আগামী ১৩ মে বহরমপুরে ভোটগ্রহণ রয়েছে৷