• facebook
  • twitter
Monday, 28 July, 2025

পাতিপুকুর আন্ডারপাসে আর জমবে না জল

পুরসভার তরফে জানানো হয়েছে, পাতিপুকুর ও তার আশেপাশের এলাকার জল জমার প্রধান কারণই ছিল নালাগুলোয় দীর্ঘদিন ধরে পলি জমে থাকা।

বছর চারেক আগেকার ঘটনা। পাতিপুকুর আন্ডারপাসে জমা জলে ডুবে গিয়েছিল একটি বাস। সেই স্মৃতি আজও শহরবাসীর মনে টাটকা। তবে এবছর বদলেছে দৃশ্যপট। সাম্প্রতিক বৃষ্টিতে সেই আন্ডারপাসে জল জমলেও তা দ্রুত সরে গেছে। এমন চিত্র এর আগে দেখা যায়নি। আর এই পরিবর্তনের পিছনে রয়েছে কলকাতা পুরসভার ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণের এক দীর্ঘ পরিকল্পনা।

পুরসভার তরফে জানানো হয়েছে, পাতিপুকুর ও তার আশেপাশের এলাকার জল জমার প্রধান কারণই ছিল নালাগুলোয় দীর্ঘদিন ধরে পলি জমে থাকা। প্রায় পাঁচ বছরের বেশি সময় পর পুরসভা এবছর সেগুলি সাফাইয়ের উদ্যোগ নেয়। অত্যাধুনিক যন্ত্রপাতি এনে বিশেষ একটি নালা পরিষ্কারের দল গঠন করে পুরসভা। এরপরই ওই এলাকার নিচু নালাগুলির থেকে টন টন পলি তুলে ফেলে পুরসভার গঠিত দল।

শুধু এখানেই থেমে থাকেনি পুরসভা। কেএমডিএ-এর অধীন একটি ড্রেনেজ পাম্পিং স্টেশনকে নতুন করে উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়। পুরসভা সেখানে ছোট পাম্পগুলির পাশাপাশি দুটি ভারী ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়েছে, যার ফলে ভারী বৃষ্টিতেও জল বের করে দিতে সময় লাগেনি।

এই প্রকল্পের বাস্তব ফল মিলেছে মঙ্গলবারের ঝড়বৃষ্টিতে। ঘণ্টা দুয়েকের মধ্যেই আন্ডারপাসের জল নামিয়ে ফেলা সম্ভব হয়েছে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য তারক সিংহ এই প্রসঙ্গে বলেন, ‘আমরা আগে জল জমার পেছনের কারণগুলো খতিয়ে দেখেছি। তারপরেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবারের পরীক্ষায় আমরা পাশ করেছি। এর কৃতিত্ব আমার টিমের।’

তবে সবটাই এখনও শেষ নয় বলে মত পুরসভার একাংশের ইঞ্জিনিয়ারদের। তাঁদের কথায়, ‘এই সাফল্যে আত্মতুষ্টির জায়গা নেই। আরও উন্নয়নের সুযোগ রয়েছে।’ সূত্রের খবর, এলাকায় নতুন একটি পাম্পিং স্টেশন তৈরি করার জন্য জমি খোঁজা শুরু করেছে পুরসভা।এখন দেখার, ভবিষ্যতের আরও বর্ষায় এই ধারা বজায় থাকে কিনা।