অবশেষে শহরের ফুটপাত ব্যবসায়ীদের জন্য ডিজিটাল শংসাপত্র দেওয়ার উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ১৬ আগস্ট থেকেই এই ডিজিটাল ভেন্ডিং কার্ড দেওয়া শুরু হবে। নতুন এই কার্ড হবে পুরোপুরি ডিজিটাল এবং প্রতিটিতে থাকবে একটি করে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেই জানা যাবে সংশ্লিষ্ট হকারের সমস্ত তথ্য। ফলে কেউ বেআইনিভাবে অন্যকে নিজের জায়গা ভাড়া দিলে বা স্টল বিক্রি করলে, সহজেই তা চিহ্নিত করা যাবে।
পুরসভার দাবি, এই পদ্ধতি চালু হলে শুধু অবৈধ দখলদারি বন্ধ হবে না, নিয়ম না মেনে ব্যবসা করা হকারদের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এই সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে পুরসভার টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে। প্রথম ধাপে ৮,৭২৭ জন হকারকে এই কার্ড দেওয়া হবে। যারা প্রত্যেকে ২০১৫ সালের সমীক্ষা এবং সদ্য হওয়া হকার তালিকাভুক্তিকরণে নাম নথিভুক্ত করেছেন ও নির্দিষ্ট নিয়ম মেনে নির্ধারিত জায়গায় ব্যবসা করছেন।
Advertisement
এক পুরকর্তা জানিয়েছেন, কার্ড প্রতি বছরে ৮০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই অর্থের বিনিময়েই কার্ড নবীকরণ হবে। পুরসভার একাংশ মনে করছেন, এই ডিজিটাল কার্ড থাকলে হকারদের জন্য ঋণ পাওয়া সহজ হবে, পাশাপাশি এতে তাঁরা আরও বেশি স্বনির্ভর হতে পারবেন। এছাড়া ফুটপাত দখল রুখতে পুরসভা, পুলিশ এবং টিভিসি একসঙ্গে শহরের ব্যস্ত অঞ্চলগুলিতে, যেমন ধর্মতলা, চাঁদনি চক, নিউ মার্কেট ইত্যাদি এলাকায় নিয়মিত অভিযান চালাবে। যেখানেই হকাররা অনিয়ম করে বসবে, সেইসব জায়গা দখলমুক্ত করবে এই বাহিনী।
Advertisement
Advertisement



