দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরে এক প্রৌঢ় টোটোচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিল এক নাবালিকা। পুলিশ অভিযুক্তের নাগাল পেতে পোট্রেট এঁকে তা দিয়ে খোঁজাখুঁজি শুরু করে। ভাবা যায়নি এতো তাড়াতাড়ি সাফল্য মিলবে। সোমবার সকালে পুলিশ অভিযুক্ত টোটোচালক শেখ সেলিমকে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে , গত ১৮ই মার্চ ঠাকুরপুকুরের শিলপাড়া এলাকায় অভিযোগকারী নাবালিকা সন্ধ্যের পর বাড়ি ফেরার জন্য টোটোতে উঠেছিল। অভিযোগ, টোটোতে যাওয়ার পথে ওই প্রৌঢ় টোটোচালক মেয়েটিকে খারাপভাবে স্পর্শ করে। ঠাকুরপুকুর বাজারের নিকটবর্তী ফাঁকা জায়গায় তাঁর উপর যৌন নির্যাতনও করা হয়েছিল। ঘটনার পর কোনোমতে বাড়ি ফিরে ওই নাবালিকা পরিবারের সবাইকে বিষয়টি জানায়। পরের দিন পরিবারের লোকেরা ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ প্রথমে তদন্তে নেমে হন্যে হয়ে খুঁজেও ওই চালকের সন্ধান পায়নি। সিসিটিভি ফুটেজ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় টোটোচালকদের জিজ্ঞাসাবাদেও কোনো সদুত্তর না মিললে শেষপর্যন্ত শিল্পী ডেকে নাবালিকাকে দিয়ে অভিযুক্তের একটি পোট্রেট আঁকানো হয়েছিল। সেই পোট্রেট সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। আর তাতেই কেল্লাফতে। সোমবার সকালে চেতলা থেকে গ্রেপ্তার হন শেখ সেলিম। জানা গিয়েছে , তিনি চেতলারই বাসিন্দা। পুলিশ তাঁকে আদালতে পেশ করেছে।