• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

ঠাকুরপুকুরে প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার

শুক্রবার সকালে ঠাকুরপুকুরের এক বাড়ি থেকে উদ্ধার হল প্রৌঢ়ার পচাগলা দেহ। মৃতের নাম অর্চনা চ্যাটার্জী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে ঠাকুরপুকুরের এক বাড়ি থেকে উদ্ধার হল প্রৌঢ়ার পচাগলা দেহ। মৃতের নাম অর্চনা চ্যাটার্জী বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, ঠাকুরপুকুর থানা এলাকার ৫৭২ অভয়পদ স্কুল রোডের ভাড়া বাড়িতে একাই থাকতেন প্রৌঢ়া। তবে বিগত কয়েকদিন ধরে তাঁকে বাড়ি থেকে কেউ বের হতে দেখেননি।

অন্যদিকে, এ দিন সকালে বাড়ির সামনে থেকে কটূ গন্ধ পান স্থানীয়েরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে প্রৌঢ়ার দেহ উদ্ধার করে। সূত্রের খবর, বাড়ির বিছানার মধ্যেই পড়েছিলেন অর্চনাদেবী। তাঁর শরীরে ইতিমধ্যেই পচন ধরে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দিন কয়েক আগেই মারা গিয়েছেন তিনি। দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ঠিক কী কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই স্পষ্ট হবে বলে মত পুলিশ আধিকারিকদের।