• facebook
  • twitter
Wednesday, 6 November, 2024

উদ্ধার চুরি যাওয়া বাইক

শেষ পর্যন্ত অপরাধের ধরন ধরিয়ে দিল তিন অভিযুক্তকে। তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলেই খবর।উদ্ধার হয় চুরি যাওয়া ছ'টি মোটরবাইক।

বিগত কয়েক মাস ধরে কলকাতা পুলিশের সাউথ, ইস্ট এবং সাউথ-ইস্ট এই তিন ডিভিশনে বেড়েছিল মোটরবাইক চুরির ঘটনা। তা নিয়ে বিভিন্ন থানায় একের পর এক অভিযোগ জমা পড়লেও এতদিন কোনও সুরাহা মেলেনি। তবে শেষ পর্যন্ত অপরাধের ধরন ধরিয়ে দিল তিন অভিযুক্তকে। তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলেই খবর।

কলকাতা পুলিশ সূত্রে খবর, বিগত কয়েক মাসে এক সমস্ত এলাকায় মোটরবাইক চুরির ঘটনা বাড়লেও সম্ভব হচ্ছিল না চোরের শনাক্তকরণ। সিসিটিভি ফুটেজ মিললেও সেই অর্থে বোঝা যাচ্ছিল না চোরের মুখ। তারপরেই অপরাধের ধরন দেখে সূত্র খোঁজার পথে হাঁটে কলকাতা পুলিশ। একই সঙ্গে সাহায্য নেওয়া হয় গোয়েন্দা বিভাগের অ্যান্টি মোটর থেপ্ট শাখা ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট রিডারের। পাশাপাশি বাড়ানো হয় নাকা তল্লাশিও। ঠিক তার পরেই গোয়েন্দাদের হাতে ধরা পড়ে তিন অভিযুক্ত। সূত্র মারফৎ খোঁজ পেয়ে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ। তাতেই উদ্ধার হয় চুরি যাওয়া ছ’টি মোটরবাইক। অন্যদিকে গ্রেপ্তার করা হয় বাসন্তীর বাসিন্দা আলম বারী মোল্লা এবং জীবনতলার বাসিন্দা মঈদুল লস্কর ও মতিউর রহমান পেয়াদাকে। যদিও এই চক্রের সঙ্গে অন্যকেউ জড়িত কিনা তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।