• facebook
  • twitter
Friday, 13 December, 2024

দিল্লিতে ২৪ ঘন্টায় ৯০০ কোটি টাকার কোকেন উদ্ধার 

দিল্লিতে মাদক-বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। বাজেয়াপ্ত করা হল ৯০০ কোটি টাকার কোকেন।দেশের দুই প্রান্তে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাওয়া যায়। প্রথমে গুজরাত বন্দর থেকে প্রায় ৭০০ কেজি মেথামফেটামাইন উদ্ধার করে এনসিবি, ভারতীয় নৌবাহিনী এবং গুজরাত সন্ত্রাস-বিরোধী বাহিনী। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোরানের ৮ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

দিল্লিতে মাদক-বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। বাজেয়াপ্ত করা হল ৯০০ কোটি টাকার কোকেন।দেশের দুই প্রান্তে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাওয়া যায়। প্রথমে গুজরাত বন্দর থেকে প্রায় ৭০০ কেজি মেথামফেটামাইন উদ্ধার করে এনসিবি, ভারতীয় নৌবাহিনী এবং গুজরাত সন্ত্রাস-বিরোধী বাহিনী। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোরানের ৮ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  একই দিনে দিল্লি থেকে উদ্ধার করা হয়েছে ৮২.৫৩ কিলোগ্রাম উচ্চ মানের কোকেন যার বাজার মূল্য প্রায় ৯০০ কোটি টাকা। 

সারা শীতকাল জুড়েই দেশের নানা জায়গায় বিভিন্নরকম পার্টির আয়োজন করা হয়ে থাকে। এই পার্টিগুলিতে দেদার মদ ও মাদকের ব্যবহার চলে।  সে কথা মাথায় রেখেই শীতের মরশুমে মাদক কারবারিদের উপর কড়া নজরদারি চালায় এনসিবি। বিশেষ করে বন্দর এবং বড় শহরগুলির উপর রাখা হয়। শুক্রবার গুজরাত ও দিল্লি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। দিল্লির একটি কুরিয়ার সেন্টার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এই ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে  বিদেশের একটি গোষ্ঠী যুক্ত রয়েছে। এরা কুরিয়ার বা কার্গোর মাধ্যমে এই ড্রাগ অস্ট্রেলিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল। এই গোষ্ঠীর সদস্যরা ছদ্মনামে কাজ করত।

মাদক-বিরোধী অভিযানে এত বড় সাফল্য আসায় খুশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘একই দিনে পরপর বেআইনি মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে সাফল্য পাওয়ার ঘটনা দেখিয়ে দিল, মোদী সরকার মাদক-বিরোধী ভারত গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক চক্রের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবে এই সাফল্যের জন্য এনসিবি-কে ধন্যবাদ।’   

অক্টোবরেও প্রায় ১৩,০০০ কোটি টাকার ড্রাগস উদ্ধার করা হয়। এর মধ্যে ৫১৮ কেজি এবং ২০৮ কেজি কোকেন দিল্লির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।