• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

কলকাতা মেডিক্যালের নতুন নজির, ৫৩টি অ্যাড্রিনাল গ্রন্থির অস্ত্রোপচার

দেশে প্রতি এককোটি জনসংখ্যার মধ্যে ৫ থেকে ২০ জন আক্রান্ত হন অ্যাড্রিনাল গ্রন্থির টিউমারে। এর অস্ত্রোপচার বিরল।

৫৩ মাসে ৫৩ টা অ্যাড্রিনাল গ্রন্থির অস্ত্রোপচার করে নজির গড়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। তাঁদের সার্জারি বিভাগের ইউনিট ফাইভ (ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন বিভাগের অসাধ্য সাধন করেছেন। এই বিভাগের দায়িত্বে ছিলেন ডা. ধৃতিমান মৈত্র। জানা গিয়েছে, দেশে প্রতি এক কোটি জনসংখ্যার মধ্যে ৫ থেকে ২০ জন আক্রান্ত হন অ্যাড্রিনাল গ্রন্থির টিউমারে। এর অস্ত্রোপচার বিরল। তবে সেই কাজই করে দেখিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ।

এই প্রসঙ্গে ডা. ধৃতিমান মৈত্র এর বক্তব্য থেকে জানা যায় , অ্যাড্রিনাল গ্রন্থির টিউমার আকারে ছোট। অনেক সময় নকুলদানার মতো আকারের হয়। কিন্তু ছোট হলেও এই টিউমার মারাত্মক হতে পারে। দেহে অ্যাড্রিনাল গ্রন্থি মূলত স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরের রক্তচাপ, রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এই গ্রন্থি। তবে সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজে এই গ্রন্থির সমস্যা নিয়ে আসা এক রোগীর দেহ আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তাঁর মাত্রাতিরিক্ত রক্তচাপ ছিল। এমনকি রক্তে পটাশিয়ামের মাত্রা একদম কমে গিয়েছিল ,ফলে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। পটাশিয়াম সিরাপ খাইয়ে তাঁকে কিছুটা স্বাভাবিক করা হয়।

এরপরই রোগীর পেটের আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান করে দেখা যায়, তাঁর দেহের বাঁদিকের অ্যাড্রিনাল গ্রন্থিতে ছোট একটি টিউমার রয়েছে। ফলে অ্যালডোস্টেরন হরমোন অনেক বেশি বের হচ্ছে। এই হরমোন মূলত শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অবশেষে অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয় অ্যাড্রিনাল গ্রন্থি। এই নিয়ে সব মিলিয়ে মোট ৫০টা রোগীর অস্ত্রোপচার করে ৫৩ টি অ্যাড্রিনাল গ্রন্থি বাদ দিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। চিকিৎসকের কথায়, ফিওক্রোমা সাইটোমা, মাইলোলাইপোমা, অ্যাড্রিনো কর্টেসল ক্যান্সার নানা কারণে এই গ্রন্থি বাদ দেওয়া হয়।