ভারত সফর শেষে ফিরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই সফরের ফলে ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসোভ। সেখানেই প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ভারত এবং রাশিয়া।
সেই সঙ্গে রাশিয়ার তৈরি অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি এবার থেকে তৈরি হবে ভারত। রাশিয়া থেকে আমদানি করা অস্ত্র রক্ষণাবেক্ষণে সমস্যা রয়েছে বলে অভিযোগ জানিয়েছে ভারতীয় সেনার একাংশ। বিশেষ করে এই তালিকায় রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্রর না। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় প্রযুক্তি তৈরি হলে সেই সমস্যা মিটবে মনে করা হচ্ছে।
Advertisement
শুক্রবার ভারত এবং রাশিয়া যৌথ বিবৃতি দিয়েছে। সেই বিবৃতি অনুসারে রাশিয়ায় তৈরি অস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের প্রযুক্তি, স্পেয়ার পার্টস তৈরি করবে ভারত। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে সেগুলি ভারতে তৈরি হবে। ভারতে তৈরি এই প্রযুক্তি তৃতীয় বন্ধুদেশে রপ্তানি করার বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ।
Advertisement
আধুনিক সামরিক প্রযুক্তি তৈরির ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সাহায্য করবে বলেও শুক্রবারের বিবৃতিতে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত প্রযুক্তি এবং অস্ত্রের বেশিরভাগই তৈরি হয় রাশিয়ায়। রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের প্রযুক্তি রাশিয়া থেকে ভারতে আনা হয়। যার জন্য সময় বেশি লাগে এবং মেরামতি বা রক্ষণাবেক্ষণের কাজও বাধাপ্রাপ্ত হয় বলে খবর। এই প্রযুক্তি ভারতে তৈরি হলে এই সমস্যা মিটবে বলেই আশা করা হচ্ছে।
রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও ইচ্ছাপ্রকাশ করেছে ভারত। ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার থেকে পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তিতে সই করেছিল দুই দেশ। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে সেই চুক্তি হয়েছিল। ইতিমধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে ভারত। অপারেশন সিঁদুরে এস-৪০০ ক্ষেপণাস্ত্রর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সূত্রের খবর অনুসারে, ভারত রাশিয়া থেকে এস-৫০০ ক্ষেপণাস্ত্র কিনতে পারে। সেই সব ক্ষেপণাস্ত্রর রক্ষণাবেক্ষণের প্রযুক্তিও ভারতই তৈরি করবে।
Advertisement



