• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফের মধ্যরাতে পাক-আফগান সংঘর্ষে মৃত ৪ আফগান নাগরিক, আহত অন্তত ৩

শনিবার গভীর রাতে দুই দেশের সেনাবাহিনী গুলি বিনিময় করেছে

আবার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ। শনিবার গভীর রাতে দুই দেশের সেনাবাহিনী গুলি বিনিময় করেছে। আফগানিস্তানের স্পিন বলডক এলাকায় পাকিস্তান গোলাগুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। দু’টি দেশই একে অপরের উপর যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলেছে।

কান্দাহারের নিকটবর্তী একটি হাসপাতাল সূত্রে খবর, চারজন মৃত ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন তিন জন। পাকিস্তানের সীমান্তের আড়াই হাজার কিলোমিটারেরও বেশি অঞ্চল আফগানিস্তানের সীমান্ত-সংলগ্ন। স্পিন বলডক সেরকমই একটি সীমান্ত অঞ্চল। গভীর রাতে সেখানেই গুলিবর্ষণ করেছে পাক-সেনাবাহিনী।

Advertisement

উল্লেখ্য, ডুরান্ড লাইনকে কেন্দ্র করে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে গত মাস থেকে শুরু হয়েছে সংঘর্ষ। এর ফলে দু’পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষবিরতির লক্ষ্যে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় তিনবার পাক-আফগান বৈঠক হয়ে গিয়েছে।

Advertisement

কিন্তু তা থেকে কোনো সমস্যার সমাধান হয়নি। পাকিস্তান দাবি করেছে আফগানিস্তানের তরফ থেকে টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এই সংগঠনের সদস্যদের পাকিস্তানের হাতে তুলে দেওয়া হোক। পাশাপাশি ডুরান্ড লাইন বরাবর তৈরি করা হোক একটি বাফার জোন।

আফগান সরকার যদিও টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানের দাবিকে একেবারেই গুরুত্ব দেয়নি। এর ফলে সংঘর্ষ জারি রয়েছে এখনও। পাকিস্তান কাবুলকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, আফগানিস্তান যদি সমঝোতা না করে তাহলে ওই দেশের সরকার বদলে দেওয়া হবে। পাকিস্তান জানিয়েছে কাবুলের সরকারবিরোধী গোষ্ঠীকে সম্পূর্ণভাবে সমর্থন করবে তারা।

Advertisement