আগামী বছরের প্রথম দিকেই বাংলার বিধানসভা নির্বাচন। শুরু হয়ে গিয়েছে নানা রাজনৈতিক সমীকরণ। বাংলায় বাম-কংগ্রেস জোট নিয়ে চলছে জল্পনা। এর মধ্যেই বৈঠকে বামফ্রন্টের শরিকরা জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরতে চায় না তারা। কংগ্রেসও আগামী নির্বাচনে রাজ্যের বামদের সঙ্গে জোট করতে আগ্রহী নয়। ভোটের দোরগোড়ায় দাঁড়িয়েও বাম-কংগ্রেসের জোট এখনও বিশ বাঁও জলে।
বাংলায় ২৯৪টি আসনেই লড়তে চায় কংগ্রেস। সে কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নিচুতলার কর্মীদের ইচ্ছা কংগ্রেস সব আসনে লড়ুক। কর্মীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ২৯৪ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্কর সরকারের কথায়, দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রদেশের মত শোনা হলে ২৯৪টি আসনেই লড়বে দল। সম্প্রতি দলের রাজ্য পর্যবেক্ষক গুলাম মীর এসেছিলেন। তিনিও বলেছেন, দলের কর্মীদের কথাই শোনা হবে।
Advertisement
২০১৬ ও ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জোট বেঁধেছিল বাম-কংগ্রেস। ছাব্বিশের নির্বাচনে হাত শিবিরকে বাদ দিয়ে লড়তে চাইছে বামফ্রন্ট। তাদের কয়েকটি বৈঠক থেকে সে কথা উঠে এসেছে। অন্যদিকে কংগ্রেসও একা লড়াইয়ের পক্ষে। ছাব্বিশের ভোটে বৃহত্তর বাম ঐক্য চাইছে ফ্রন্ট। নির্বাচনী জোটে এসইউসিকেও চাইছে লাল শরিকরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এসইউসিআইয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। জোট নিয়ে কোনও বৈঠক বা কথা হয়নি বলে জানিয়েছেন এসইউসির রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।
Advertisement
Advertisement



