শহর কলকাতায় ফের বেপরোয়া গতির বলি এক। সোমবার দুপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহম্মদ মুন্না (৩৮) নামে এক ব্যক্তির।
পুলিশ সূত্রে খবর, পেশায় রিক্সাচালক মুন্না সোমবার রাত পৌনে তিনটে নাগাদ মহাত্মা গান্ধী রোড দিয়ে যাচ্ছিলেন। তখনই তাঁকে পেছন থেকে ধাক্কা মারে এক অজ্ঞাত পরিচয় গাড়ি। তাঁর উপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় গুরুতর জখম হন তিনি।
Advertisement
পরে স্থানীয়রা উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানেই ভোর চারটে নাগাদ মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, গাড়ির খোঁজে ইতিমধ্যেই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement



