নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ভিনরাজ্য থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে এই ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত।
গত শুক্রবার ৩১ জানুয়ারি নৈহাটির গৌরীপুর এলাকায় টোটো করে যাওয়ার সময় বাইক নিয়ে এসে সন্তোষের উপর হামলা চালায় ৬ জন দুষ্কৃতী। দুটি বাইকে ৩ জন করে দুষ্কৃতী সওয়ার ছিল। টোটোটিকে আটকে তারা সন্তোষকে রাস্তায় ফেলে ইঁট দিয়ে থেঁতলে ও গুলি চালিয়ে খুন করে। এরপর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় অক্ষর গণ নামের একজনকে প্রথম গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার এই ঘটনায় রঞ্জিত সাউ নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। কিন্তু এখনও মূল অভিযুক্ত রাজেশ সাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।
Advertisement
প্রথম থেকে এই খুনের ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় অভিযুক্ত ভিনরাজ্য থেকে গ্রেপ্তার হওয়ায় ফের একবার অর্জুনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল বিধায়ক সনৎ দে। তাঁর কথায়, ‘অর্জুন সিং মানেই বিহার, উত্তরপ্রদেশ যোগ। দ্বিতীয় অভিযুক্ত রঞ্জিতের ভিনরাজ্য থেকে গ্রেপ্তার হওয়া তারই প্রমাণ। আমার অনুমান, রাজেশকে দিয়ে খুন করিয়ে অর্জুন সিং বাকি অভিযুক্তদেরও ভিনরাজ্যে লুকিয়ে রেখেছে।’
Advertisement
পাল্টা অর্জুন সিং বলেন, ‘পুলিশ প্রশাসনের ব্যর্থতা ঢাকতেই আমার বিরুদ্ধে বলা হচ্ছে। বিজেপির ২২ জন কর্মী, সমর্থকদের বাড়ি ভাঙচুর-সহ লুটপাট চালানো হল। এর বিরুদ্ধে কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না?’ এদিনের গ্রেপ্তারি প্রসঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, এফআইআরে ধৃতের নাম ছিল। তাকে ভিনরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি।
Advertisement



