সাতসকালে আগুন লাগল নারকেলডাঙার একটি কাগজের কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সকাল ৭টা নাগাদ কাগজের বাক্স তৈরির ওই কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। ওই কারখানার উপরের ফ্ল্যাটে থাকেন বেশ কয়েকজন মানুষ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। প্রাণ বাঁচাতে রাস্তায় বেরিয়ে আসেন আবাসিকরা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান।
Advertisement
এরপর খবর দেওয়া হয় দমকলকে। তড়িঘড়ি দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় কারখানা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে দু’জন দমকল কর্মী জখম হন। অগ্নিকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ভিতরে থাকা সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দমকল সূত্রে খবর।
Advertisement
Advertisement



