• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লঞ্চ পরিষেবা

বলরাম মন্দির ও মায়ের বাড়ি। শেষে বাগবাজার সর্বজনীন পূজামণ্ডপ দেখে দর্শনার্থীদের বাগবাজার স্টিমার ঘাট থেকে আবার লঞ্চে তুলে দেওয়া হবে।

উত্তর কলকাতার পুজোমণ্ডপ ঘোরার সুযোগ রইল জলপথে। মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে সকাল ১১টায়। হাওড়া ঘুরে পৌঁছবে আহিরীটোলা ঘাটে। সেখানে অপেক্ষা করবে এসি বাস। সেই বাসের মাধ্যমেই দেখা যাবে অহিরীটোলা সংলগ্ন শোভাবাজার রাজবাড়ির পুজো, কুমোরটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্কের পুজো।

এছাড়াও থাকছে, বলরাম মন্দির ও মায়ের বাড়ি। শেষে বাগবাজার সর্বজনীন পূজামণ্ডপ দেখে দর্শনার্থীদের বাগবাজার স্টিমার ঘাট থেকে আবার লঞ্চে তুলে দেওয়া হবে। প্রতিজন পিছু লাগবে ৪০০টাকা। পরিষেবা মিলবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীতেও।

Advertisement

Advertisement

Advertisement