• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

বৃষ্টির পরে ডেঙ্গু রুখতে অভিযান শুরু করছে কলকাতা পুরসভা

পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, শহরের পরিত্যক্ত জমি ও ফাঁকা বাড়িগুলিতে জমে থাকা আবর্জনা ও জল পরিষ্কার করার বিশেষ অভিযান চালানো হবে।

বৃষ্টির পরে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, শহরের পরিত্যক্ত জমি ও ফাঁকা বাড়িগুলিতে জমে থাকা আবর্জনা ও জল পরিষ্কার করার বিশেষ অভিযান চালানো হবে, যাতে সেখানে মশার বংশবিস্তার না হয় এবং ডেঙ্গু ছড়াতে না পারে।

পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ জানিয়েছেন, যেখানে পুরকর্মীরা সাফাই করার পরও আবার আবর্জনা ফেলা হচ্ছে, সেইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতীন ঘোষ বলেন, ‘যেসব বাড়ির মালিকেরা নিজেদের ফাঁকা বাড়িতে বারবার আবর্জনা জমতে দিচ্ছেন, তাদের প্রথমে সতর্ক করা হবে। কিন্তু তাতেও কাজ না হলে জরিমানা করার পথে হাঁটবে পুরসভা।’

অতীন ঘোষ আরও বলেন, ই এম বাইপাসের আশপাশ এবং যাদবপুর-টালিগঞ্জ এলাকার বহু ফাঁকা বাড়ি ডেঙ্গুর সম্ভাব্য হটস্পট হয়ে উঠছে। বরো ১১-র চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী জানান, গড়িয়া, বাঁশদ্রোণী, কুঁদঘাট সহ বাইপাস লাগোয়া বেশ কিছু জায়গায় ফাঁকা বা তালাবদ্ধ বাড়িগুলিতে কড়া নজরদারি চালানো জরুরি, কারণ এগুলোর অনেকটাই ডেঙ্গুপ্রবণ এলাকা।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরিত্যক্ত জমির মালিকদের নোটিস পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে জমা জল ও আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে না সরালে পুরসভা নিজে থেকে সাফাই চালাবে, তবে পরবর্তীতে ফের আবর্জনা জমলে মালিকদের জরিমানা করা হবে।

শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে পুরসভার এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা। জনসাধারণকেও সচেতন থাকতে ও নিজেদের এলাকায় পরিত্যক্ত জমিতে নজর রাখতে বলা হয়েছে।