• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নোটিস বিতর্কে সাসপেন্ড অফিসার

ইদে দু'দিনের ছুটি, আর বিশ্বকর্মা পুজোয় নেই। কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল পড়ে যায়। বিতর্ক শুরু হতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করল পুরসভা।

ফাইল চিত্র

ইদে দু’দিনের ছুটি, আর বিশ্বকর্মা পুজোয় নেই। কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল পড়ে যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসকদলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তোলে বিজেপি। বিতর্ক শুরু হতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করল পুরসভা। বুধবার শোকজ করা হয় সংশ্লিষ্ট অফিসার সিদ্ধার্থশঙ্কর ধারাকে। বৃহস্পতিবার করা হল সাসপেন্ড।

কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের ছুটি সংক্রান্ত বিতর্কিত নির্দেশিকা নিয়ে বৃহস্পতিবার পুর কমিশনার ধবল জৈন নির্দেশিকায় সাফ জানিয়ে দিলেন, ভবিষ্যতে পুরকর্তাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষত, নীতিগত সিদ্ধান্ত বা রাজ্য সরকারের বিষয় জড়িত থাকলে, শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনও নির্দেশিকা জারি করা যাবে না। প্রতিটি বিভাগের কন্ট্রোলিং অফিসার ও ডিজিদের এবিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই সাসপেনশনের কথা জানান। তিনি বলেন, ‘বিশ্বকর্মা পুজোর দিন স্কুলে হাফ ছুটি দেওয়া হয়। পুরসভার ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এক অফিসার ইচ্ছাকৃতভাবে অনৈতিক কাজ করেছেন।’

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধেয় কলকাতা কর্পোরশনের শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, কলকাতা পুরসভা এলাকার অধীনে থাকা হিন্দি স্কুলগুলিতে এবারে ইদের জন্য দু’দিন (৩১ মার্চ ও ১ এপ্রিল) ছুটি থাকবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে এও লেখা হয় যে, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় আলাদা করে কোনও ছুটি দেওয়া হবে না। সেটা ইদের সঙ্গে অ্যাডজাস্ট করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়।

Advertisement