“ভারতবর্ষের শহরগুলির চেহারা বদলে যাচ্ছে, আর কলকাতাও তার অন্যতম উদাহরণ।” — শুক্রবার কলকাতায় নতুন মেট্রো পরিষেবা চালুর অনুষ্ঠান মঞ্চ থেকে এভাবেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, বাংলার উন্নয়নে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নতুন তিনটি মেট্রো রুট চালুর পাশাপাশি প্রধানমন্ত্রী এ দিন ছয় লেনের উঁচু কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাসও করেন। প্রায় ৫,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এই সফরে।
Advertisement
মোদী বলেন, “আজকের অনুষ্ঠান শুধুমাত্র মেট্রো বা হাইওয়ে উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি প্রমাণ করছে যে আজকের ভারত তার শহরগুলিকে নতুনভাবে গড়ে তুলছে।” তিনি জানান, ২০১৪ সালের আগে দেশে যেখানে মাত্র ২৫০ কিলোমিটার মেট্রো লাইন ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১,০০০ কিলোমিটারেরও বেশি। কলকাতাতেও যোগ হয়েছে সাতটি নতুন স্টেশন, যা শহরবাসীর দৈনন্দিন যাতায়াতকে অনেক সহজ করবে।
Advertisement
বাংলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা এখন দেশের সেই রাজ্যগুলির মধ্যে একটি যেখানে রেল বৈদ্যুতিকীকরণ শতভাগ সম্পূর্ণ হয়েছে। বহুদিন ধরে পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেনের দাবি ছিল, সেই চাহিদাও পূরণ করেছে ভারত সরকার।”
কলকাতায় পৌঁছে প্রধানমন্ত্রী মেট্রো সফরও করেন। সেই সময় স্কুল শিক্ষার্থী ও মেট্রো প্রকল্পে যুক্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে যশোর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবার সূচনা করেন।
তিনি আরও বলেন, “কলকাতা শুধু ইতিহাস নয়, ভারতের ভবিষ্যতেরও প্রতীক। ভারত যখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে এগোচ্ছে, তখন দমদম ও কলকাতার মতো শহরগুলির ভূমিকা অপরিসীম।”
Advertisement



