কালীপুজোর রাতে কলকাতার আকাশ আলোকিত হলেও, শব্দের দাপটে বিঘ্নিত হয়েছে শহরের শান্তি। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, নির্দিষ্ট সময়ের বাইরে বাজি পোড়ানো যাবে না। তবুও সেই নির্দেশ যেন কানে তোলেনি অনেকে। রাত বাড়তেই কলকাতার নানা প্রান্তে শুরু হয় শব্দবাজির তাণ্ডব। তারই ভয়ানক পরিণতি দেখা গেল বাঁশদ্রোণীতে। আতঙ্কে মেট্রোয় উঠে পড়ল এক পথকুকুর।
সোমবার রাতে কালীপুজো উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় কিছুটা দেরিতে চলছিল মেট্রো। প্ল্যাটফর্ম ছিল ফাঁকা, যাত্রীও কম। সেই সময় হঠাৎই বাঁশদ্রোণী স্টেশনে মেট্রোর দরজা খুলতেই দৌড়ে উঠে পড়ে একটি পথকুকুর। কয়েক সেকেন্ডের মধ্যেই কামরার ভিতর ছুটোছুটি শুরু করে দেয় কুকুরটি। যাত্রীদের একাংশ প্রথমে হতবাক হয়ে যায়, পরে ভয় পেয়ে যায় কেউ কেউ। নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। কিছু সময় পর শহিদ ক্ষুদিরাম স্টেশনে পৌঁছে কুকুরটিকে উদ্ধার করে বাইরে নিয়ে যাওয়া হয়।
Advertisement
Advertisement
Advertisement



