রোগী ভর্তির নামে শহরে ফের প্রতারণা চক্র। তদন্তে নেমে দুই প্রতারককে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। অভিযোগ, এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তির নাম করে লক্ষাধিক টাকা তুলত দুই প্রতারক। ধৃতদের নাম আশিস সাহা এবং আনোয়ার শেখ।
সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে বাইরে থেকে চিকিৎসা করাতে আসা দরিদ্র পরিবারগুলিকে বেছে নেওয়া হত প্রতারণার জন্য। তারপর বেড পাইয়ে দেওয়ার নাম করে নেওয়া হতো হাজার হাজার টাকাও। অভিযোগ, তারপরে আর কোনও রকম সাহায্য করতো না প্রতারকরা।
Advertisement
সম্প্রতি এই রকমই এক অভিযোগ পায় ভবানীপুর থানার পুলিশ। তদন্তে উঠে আসে কালীঘাটের বাসিন্দা আশিস এবং মুর্শিদাবাদের বাসিন্দা আনোয়ারের নাম। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার পাকড়াও করা হয় দুই প্রতারককে।
Advertisement
প্রসঙ্গত, এর আগেও শহরের একাধিক হাসপাতালে দালাল চক্রের অভিযোগ সামনে এসেছিল। ঘটনার তদন্তে নেমে এসএসকেএম থেকেই গ্রেপ্তার করা হয় দু’জনকে।
Advertisement



