কলকাতার বড় রাস্তাগুলিতে বদল আসছে বিজ্ঞাপনের ধাঁচে। পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি আর ক্যামাক স্ট্রিটের মতো রাস্তায় পুরনো বড় বড় বিলবোর্ড বা ফুটপাত দখল করা হোর্ডিং আর থাকছে না। এবার থেকে সেখানে বসবে আধুনিক সিঙ্গল-পোল বা ইউনিপোল হোর্ডিং।
কলকাতা পুরসভার ২০২৫ সালের নতুন বিজ্ঞাপন নীতি অনুযায়ী, রাস্তাঘাটের সৌন্দর্য বজায় রাখতে এবং নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপ ও আমেরিকার শহরের মতোই এবার কলকাতার এই ব্যস্ত রাস্তাগুলিতেও একই ধরনের ব্যবস্থা চালু হবে।
Advertisement
পুরসভার হিসেব বলছে, এতদিন এই তিনটি রাস্তায় মোট ২৩ হাজার বর্গফুট জায়গা বিজ্ঞাপনের জন্য ব্যবহার হতো। এখন তা কমে দাঁড়াবে ১৮ হাজার বর্গফুটে। ফলে প্রায় ৫ হাজার বর্গফুট জায়গা কমে যাবে, যা শহরের ঐতিহ্য আর সৌন্দর্য রক্ষায় সাহায্য করবে।
Advertisement
রাজস্বের দিক থেকেও বড় পরিবর্তন আসছে। বর্তমানে বিজ্ঞাপন থেকে পুরসভার আয় প্রায় ৫ কোটি টাকা। নতুন ব্যবস্থায় বছরে সেই অঙ্ক বাড়তে পারে প্রায় ১৬ কোটি টাকায়, অর্থাৎ তিনগুণেরও বেশি।
হোর্ডিং বসানোর নিয়মেও আসছে কড়াকড়ি। ফুটপাথে দাঁড় করানো বা তির্যক হোর্ডিং আর হবে না। খুঁটির উপর দাঁড়ানো ইউনিপোল হোর্ডিং থাকবে, যা সরাসরি রাস্তা থেকে দেখা যাবে। এতে যেমন চালকদের অসুবিধা হবে না, তেমনই শহরের চেহারাও বদলাবে।
ই-নিলামের মাধ্যমেই নতুন বিজ্ঞাপন অধিকারের সুযোগ দেওয়া হবে সংস্থাগুলিকে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই ই-নিলাম শুরু হবে, আর ২১ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, পুরসভা চায় শহরের কেন্দ্র আন্তর্জাতিক মানে সাজানো হোক। এতে যেমন রাজস্ব বাড়বে, তেমন আবার কলকাতার ঐতিহ্যও বজায় থাকবে।
Advertisement



