• facebook
  • twitter
Monday, 14 July, 2025

তরুণীকে অশালীন মন্তব্য, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক

শনিবার সন্ধ্যাবেলায় তরুণীকে ধাওয়া করে বাড়ির সামনে যায় প্রাক্তন প্রেমিক

প্রতীকী চিত্র।

এক তরুণীকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকার প্রামাণিক ঘাট রোডে। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক অমিত চক্রবর্তীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রের খবর, বছর পাঁচেক আগে তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় অমিতের। ক্রমেই ঘনিষ্ঠ হয়ে ওঠে সম্পর্ক। অভিযোগ, এর পরই তরুণীর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে সে। সেই কারণে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসেন ওই তরুণী। অভিযোগ, সম্পর্কে ইতি টেনে প্রেমিকের নম্বর ব্লক করলেও বিভিন্ন সময় বিভিন্ন নম্বর থেকে তরুণীকে উত্যক্ত করতে থাকে অমিত। শুধু তাই নয়, ফোনে অশালীন কথা বলার পাশাপাশি পরিচিতদের তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠানোরও অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যাবেলায় তরুণীকে ধাওয়া করে বাড়ির সামনে যায় প্রাক্তন প্রেমিক। তারপর অশালীন অঙ্গভঙ্গি করা হয় তরুণীকে। আরও অভিযোগ, আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র বের করে ভয় দেখানো হয় তাঁকে। অন্যদিকে তরুণীর চিৎকার শুনেই বাড়ি থেকে বেরিয়ে আসেন তরুণীর দাদা, বেরিয়ে আসেন প্রতিবেশীরাও। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দিলেও তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অমিত চক্রবর্তীকে।