• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর আগেই বাড়ছে ডেঙ্গুর দাপট, চিন্তিত কলকাতা পুরসভা

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯-এ। এর মধ্যে গত এক সপ্তাহেই নতুন করে ৭৪ জন সংক্রমিত হয়েছে।

পুজোর মুখে ফের দাপট দেখাচ্ছে ডেঙ্গু। কলকাতাজুড়ে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। কলকাতা পুরসভার সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯-এ। এর মধ্যে গত এক সপ্তাহেই নতুন করে ৭৪ জন সংক্রমিত হয়েছে। সংখ্যার এই হঠাৎ বৃদ্ধি পুর প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে।

তুলনামূলক পরিসংখ্যান বলছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই সময় পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩৭০। ফলে এবারের পরিস্থিতি আরও চিন্তাজনক। বিশেষত পুজোর আগে মানুষের ভিড়, বর্ধিত চলাফেরা এবং আবহাওয়ার অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Advertisement

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘বৃষ্টি কমে গেলেও ঢিলেমি করার কোনও সুযোগ নেই। ডেঙ্গুর প্রকোপ রুখতে সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে বড় হাতিয়ার।’ পুরসভার জয়েন্ট টিমকে তিনি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন শহরের প্রতিটি ওয়ার্ডে বাড়তি প্রচার চালাতে। নির্মীয়মাণ ভবন, লিফটের নিচে, বাড়ির ছাদ ও যেখানে জল জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব জায়গায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মেয়র।

Advertisement

ফিরহাদ হাকিম আরও বলেন, ‘শীত না আসা অবধি ডেঙ্গুর সংক্রমণ বাড়তেই থাকবে। এই সময়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে আরও সতর্ক হতে হবে, নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখতে হবে।’

পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই এলাকায় এলাকায় সচেতনতা প্রচার, লার্ভা ধ্বংস অভিযান এবং বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং চালানো হচ্ছে। তবু সংক্রমণের এই ক্রমবর্ধমান গ্রাফ শহরবাসীর আতঙ্ক আরও বাড়াচ্ছে।

Advertisement