বেলা সাড়ে বারোটা নাগাদ এন্টালি থানার সিআইটি রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন বছর চুরাশির এক প্রৌঢ়। কিন্তু রাস্তা পেরোনোর সময়ই দুর্ভাগ্যক্রমে বাসের ধাক্কায় মৃত্যু হল তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম নন্দলাল শর্মা। সূত্রের খবর, মতিঝিল লেনের বাসিন্দা নন্দলাল শর্মা এদিন সাড়ে বারোটা নাগাদ সিআইটি রোডের আনন্দ পালিত রোডের ক্রসিং দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা বাস ধাক্কা মারে তাঁকে। সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রৌঢ়।
Advertisement
স্থানীয়রা উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Advertisement
Advertisement



