কনস্টেবলের উর্দি চুরি করে সেটি পরে তোলাবাজির অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। ওই সিভিক ভলান্টিয়ার প্রগতি ময়দান থানায় কর্মরত। তাঁর নাম নীরজ সিং। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে নীরজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কসবার স্থানীয় বাসিন্দারা ১০০ নম্বরে ফোন করেন। তাঁরা জানান, ওই এলাকায় কনস্টেবলের উর্দি পরে এক সিভিক ভলান্টিয়ার তোলাবাজি করছেন। দোকানদার, বাইক আরোহী, গাড়ি চালকদের কাছ থেকে টাকা তুলছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় হানা দেয়। নীরজ সিং নামে ওই সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগেও রাজ্যের নানা জায়গায় বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অবৈধ কাজের অভিযোগ উঠেছে। সম্প্রতি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজির অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ওই সিভিক ভলান্টিয়ার এবং বরানগর থানার এক এএসআইকে ক্লোজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।